মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

পোষা কুকুরের জন্য বিশেষ ফ্লাইট, ভ্রমণ করতে পারবে যাত্রীর সঙ্গেই!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক সময়ই আকাশপথে নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে যেতে নানা সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। তবে এবার সেই সমস্যারও সমাধান এলো। যুক্তরাষ্ট্রের বার্ক এয়ার পোষা কুকুরদের জন্য চালু করেছে বিশেষ বিমান পরিষেবা।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পোষা কুকুরের জন্য বিশেষ ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্রের বার্ক এয়ার। যেখানে পরিবহন করা যাবে সব জাতের, সব ধরনের পোষা কুকুর। মানুষের মতোই কুকুরদের জন্যও প্রথম শ্রেণির সেবার সুযোগ রাখা হয়েছে।

এ বিমানে কুকুরের জন্য আছে বিশেষ লাউঞ্জ। সেখানে রাখা হয়েছে নানা ধরনের খেলনা। বিমানবালা এসে পরিবেশন করছে কুকুরের পছন্দের কোনো খাবার কিংবা জিনিস। এমনকি কুকুরের জন্য রয়েছেন বিশেষ স্পা।

আরো পড়ুন : সোনার থেকেও বেশি দামি এই পাখির পালক!

এ প্রসঙ্গে বার্ক বিমান পরিষেবার প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট মিকার বলেন, আকাশপথে কুকুররা যাতে ভয় না পায়, সেই বিষয়ে নজর রাখা হয়েছে। একটি কুকুরের জন্য যা যা দরকার, তার সবই এই ফ্লাইটে ব্যবস্থা করা আছে। তাদের উদ্বেগ আর চাপ কমাতেও সাহায্য করবে এই বিশেষ ফ্লাইট।

বিলাসবহুল এই বিমানটিতে ভ্রমণ করতে পারবেন মাত্র ১৪ জন যাত্রী আর তাদের কুকুর। এ জন্য গুনতে হবে ৮ হাজার ডলার পর্যন্ত।

ম্যাট মিকার বলেন, ভবিষ্যতে ফ্লাইটের মূল্য আরও কমানোর ইচ্ছা আছে তাদের। আরও বড় পরিসরে অন্যান্য রুটেও ফ্লাইট চালু করা হবে। পরিবারের অন্যান্য সদস্যদের মতো তারাও যেন একসঙ্গে ভ্রমণ করতে পারে সেটিই নিশ্চিত করা হবে।

বর্তমানে মাত্র দু'টি রুটে চালু করা হয়েছে এই বিমান সেবা। ভবিষ্যতে, প্যারিস, মিলান, শিকাগোর মতো শহরেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এস/ আই.কে.জে/


যাত্রী ফ্লাইট পোষা কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন