বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এবার ট্রাম্পের চাপের মুখে শুল্ক কমালো ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত সম্প্রতি মোটরসাইকেলের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। ১ হাজার ৬০০ সিসির বেশি ইঞ্জিনের মোটরসাইকেলের শুল্ক ৫০ শতাংশ থেকে ৩০ শতাংশ এবং ছোট মোটরসাইকেলগুলোর শুল্ক ৫০ শতাংশ থেকে ৪০ শতাংশে নামানো হয়েছে।

এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত হুমকির পরিপ্রেক্ষিতে ভারতের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বিশেষ করে আমেরিকান হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ভারতীয় বাজারে প্রবেশ আরও সহজ করতে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প গত কিছুদিন ধরে তার শুল্ক নীতির মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশের ওপর চাপ তৈরি করেছেন। ভারতের শুল্কনীতি নিয়ে ট্রাম্প একাধিকবার সমালোচনা করেছেন এবং ভারতকে ‘শুল্কের রাজা’ হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মির ইস্যুর সমাধান চাই : শেহবাজ

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গত কয়েক বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ১৯০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যার মধ্যে ভারতের রফতানি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

 তথ্য: বিবিসি

এসি/ আই.কে.জে/  


শুল্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন