বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

নারী ওয়ানডে বিশ্বকাপ

নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে গতকাল রোববার (২রা নভেম্বর) নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার।

কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

তবে দীপ্তি নয়, ভারতের বিশ্ব জয়ের ফাইনালের সেরা খেলোয়াড় শেফালি বর্মা। সেই শেফালি, যিনি কিনা এক সপ্তাহ আগেও বাড়িতে বসে ভারত দলের জন্য গলা ফাটিয়েছেন। ভারতের বিশ্বকাপ দলেই তো ছিলেন না এই ওপেনার। এবারে বিশ্বকাপে দারুণ খেলা ভারতীয় ওপেনার প্রতীকা রাওয়ালের দুর্ভাগ্যই দলে এনেছে শেফালি। এরপর ইতিহাস।

টসে হেরে ব্যাটিং পাওয়া ভারতের ইনিংসে সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন ২১ বছর বয়সী শেফালিই। ৭৮ বলে করেছেন ৮৭ রান। ৩১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা বিশ্বকাপ ফাইনালেই খেললেন শেফালি। উদ্বোধনী জুটিতে স্মৃতি মান্ধানাকে নিয়ে ১০৪ রান যোগ করেই ভারতকে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন শেফালি।

তবে শুধু ব্যাট হাতেই নয়, শেফালি বল হাতেও সেরা ম্যাচটি খেলেছেন, নিয়েছেন ২ উইকেট। খণ্ডকালীন এই স্পিনার ৩৬ রানে নিয়েছেন ২ উইকেট। এর আগে এই সংস্করণে পাঁচবার বোলিং করে মাত্র ১টি উইকেটই নিতে পারা শেফালি বোলিংয়ে এসেই পেয়ে গেছেন উইকেট। ২১তম ওভারে নিজের দ্বিতীয় বলে সুনে লুসের ফিরতি ক্যাচ নিয়েছেন।

পরের ওভারে মারিজান কাপকে উইকেটকিপার রিচা ঘোষের ক্যাচ বানিয়ে দ্বিতীয় উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোরটাকে ১২৩/৪ বানিয়ে দেন শেফালি। এর পরের গল্পটা দীপ্তি ও ভলভার্টের। আর সেই গল্পে শেষ হাসিটা দীপ্তিরই। চ্যাম্পিয়নের পদকের সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন দীপ্তি। ২১৫ রানের পাশাপাশি ২২ উইকেট—বিশ্বকাপটা তো দীপ্তিময়ই ছিল।

জে.এস/

নারী ওয়ানডে বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250