বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ডি ভিলিয়ার্সের কাছে ‘খুবই দুঃখজনক’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ভারতে নিরাপত্তাশঙ্কায় টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। আইসিসিও বাংলাদেশের অনুরোধে রাজি হয়নি। এ কারণে শেষ মুহূর্তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি–টুয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই বিষয়ে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই কথা বলেছেন। এবি ডি ভিলিয়ার্সও মুখ খুলেছেন এ নিয়ে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি মনে করেন, টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য হতাশার।

ইউটিউবে ‘এবি ডি ভিলিয়ার্স ৩৬০’ নামে ডি ভিলিয়ার্সের একটি চ্যানেল আছে। সেখানে ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়ার পাশাপাশি আড্ডার মেজাজে তারকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন ডি ভিলিয়ার্স। দুই দিন আগে এ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বাংলাদেশের টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে কথা বলেন ৪১ বছর বয়সী কিংবদন্তি।

একজন দর্শক ডি ভিলিয়ার্সের কাছে জানতে চান, বাংলাদেশের টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে তার ভাবনা কী?

ডি ভিলিয়ার্সের উত্তর, ‘আমি কারও পক্ষ নিতে চাই না। এটা রাজনৈতিক ইস্যু এবং তাদের ব্যক্তিগত বিষয়। আমার কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্যও নেই। মন্তব্য করার মতো জানাশোনাও নেই আমার। তবে এটা বলতে পারি, ব্যাপারটা কখনোই ওই পর্যন্ত যাওয়া উচিত নয়, যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। খারাপ লাগছে। খেলাটির জন্য এটা হতাশার বিষয়। এমনটা কখনো হওয়া উচিত নয়।’

ডি ভিলিয়ার্স এরপর বলেন, ‘জানি না কারা এর নিয়ন্ত্রক, কারা সিদ্ধান্ত নিয়েছে, তাদের এসব সমাধান করা উচিত। এ নিয়ে আগেও অনেক কথা বলেছি। ক্রিকেটের সঙ্গে রাজনীতির জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি এবং এই কারণেই ব্যাপারটা এ পর্যন্ত এসেছে। এটা খুবই দুঃখজনক।’

আগামী ৭ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০ দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ। এবার আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

ভারতে নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে ৪ঠা জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১শে জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এরপর গত শনিবার বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা বিসিবিকে জানায় আইসিসি।

এবি ডি ভিলিয়ার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250