রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে মোদির সঙ্গে বৈঠক করতে চান ড. ইউনূস *** বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত *** সরকারের সুস্পষ্ট আশ্বাস ছাড়া আন্দোলন চালিয়ে যাবেন চাকরিপ্রত্যাশীরা *** খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে *** সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা *** আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ *** এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সংশোধিত নির্দেশনা *** চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ *** আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা *** রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা আরও দৃশ্যমান হবে : অর্থ উপদেষ্টা

পোষা প্রাণীরা আর ঘরে বসে থাকছে না, কাজও করছে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বসে বসে খাওয়ার দিন শেষ, এবার কাজ করেই খেতে হবে পোষা প্রাণীদেরও। এমনই এক নজির সৃষ্টি করেছে চীনা পোষ্যরা। দেশটিতে চাহিদা বাড়ছে পেট ডিটেকটিভ বা পোষ্য গোয়েন্দাদের। শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্যি।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই পেট ডিটেকটিভের কথা।

চীনের প্রতিটি বাড়িতেই পোষ্য রাখার চল রয়েছে অনেক আগে থেকেই। কেউ কেউ আবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বা শপিং মলেও নিয়ে যান কেনাকাটা করতে। ফলে হরহামেশাই ঘটে পোষ্য হারানোর ঘটনা। আর তখনই ডাক পড়ে এই পেট ডিটেকটিভদের। নিখোঁজ কুকুর বা বিড়ালদের খুঁজে বের করতে পারাতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পোষ্য গোয়েন্দা। বাড়ির আদরের কুকুর, বিড়ালের মতো পোষ্য হারিয়ে গেলে খুঁজে বের করে তারা। যত দিন যাচ্ছে ততই দেশটিতে চাহিদা বাড়ছে পেট ডিটেকটিভ বা পোষ্য গোয়েন্দাদের।

আরো পড়ুন : ইঁদুরের সঙ্গে মানুষের প্রেম!

কেমন আয় জানেন?

সাউথ চায়না মর্নিংয়ের দাবি, একটি পেট গোয়েন্দা মাসে ৪২০০ ডলার আয় করে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। তবে পুরোটাই যে লাভ তা কিন্তু নয়। এই কাজের জন্য প্রয়োজন হয় থার্মাল ইমেজিং ক্যামেরা, যার দাম প্রায় ২৮০০ ডলার।

এতো আয় কীভাবে হয়?

২০১২ সালে লিউ ওয়েই পোষ্য গোয়েন্দার কাজ শুরু করেন। প্রথমেই তিনি কাজ পেতেন না। তার জন্য তাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। তার মতে, এই কাজটির জন্য ধৈর্য, শারীরিক সুস্থতা, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং বাস্তববাদী হতে হবে। প্রতিটি তথ্যকে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। এছাড়াও পোষ্যকে খুঁজতে থার্মাল ইমেজিং ক্যামেরা প্রয়োজন হবে। লিউ বলেন, ‘ঝুঁকি নিয়েই এই পেশায় কাজ শুরু করেছিলাম। সোশ্যাল মাধ্যম এবং ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথম কাজ আসে। যখন হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে তার মালিকের কাছে ফিরিয়ে দিই। তখন দুপক্ষের সেই মুহূর্তের অভিব্যক্তি প্রকাশ করার মতো ভাষা সত্যি আমার জানা নেই। তবে ওই মুহূর্তটা আমাকে খুব আনন্দ দেয়। হারানো পোষ্য ফিরে পেয়ে মালিকরাও দুহাত উপুড় করে পারিশ্রমিক দেন।’

কীভাবে কাজের সন্ধান মেলে

সোশ্যাল মিডিয়ায় অনেকে ছবি শেয়ার করে প্রিয় পোষ্যকে খুঁজে দেওয়ার আর্জি জানান। সেই সঙ্গে পুরস্কারের কথাও জানানো হয়। তাদের সঙ্গে যোগাযোগ করে এই পেট ডিটেকটিভ টিম। পারিশ্রমিক ঠিক হলে, তদন্তে নেমে পড়ে পেট ডিটেকটিভরা। তারপর পোষ্যকে মালিকে কাছে ফিরিয়ে দিতে পারলেই মোটা টাকা উপার্জন।

এস/ আই.কে.জে


পোষা প্রাণী

খবরটি শেয়ার করুন