শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘সুপার টুয়েসডে’ : ট্রাম্প-বাইডেনের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত ‘সুপার টুয়েসডে’। এতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় জয় পেয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (৫ই মার্চ) থেকে ‘সুপার টুয়েসডে’-তে আমেরিকার  ১৫টি অঙ্গরাজ্যে প্রার্থী বাছাইয়ের  ভোট শুরু হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৪টি অঙ্গরাজ্যেই ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে জো বাইডেন ও রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী সাবেক মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ১২টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। আলাস্কায় এখনও ভোটাভুটি চলছে। 

আরো পড়ুন: রমজানে আল আকসায় নামাজ পড়া নিয়ে যা জানাল ইসরায়েল

যদিও এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না  তবে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পথে প্রধান চ্যালেঞ্জ নিকি হ্যালি। ট্রাম্প-হ্যালির লড়াইয়ে সুপার টুয়েসডের ফলাফলকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হলে মনোনয়নপ্রত্যাশীকে আগে নিজ দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। জিতে আসতে হয় অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাই আর ককাসে।

 সূত্র: বিবিসি

 এইচআ/ 

আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন সুপার টুয়েসডে ট্রাম্প- বাইডেন

খবরটি শেয়ার করুন