ছবি: সংগৃহীত
বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত-সমালোচিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’। ‘পঞ্চচোখ’ নামে পরিচিত আন্তর্জাতিক এ গোয়েন্দা জোটের মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডা। জোটের তিন সদস্যের গোয়েন্দা প্রধানরা ভারতের নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিচ্ছেন।
বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা নয়াদিল্লিতে একত্রিত হয়েছেন।
এবারের সম্মেলনে বিশ্বের ১২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, গোয়েন্দাপ্রধান, সামরিক কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, বিশ্লেষক ও কৌশলবিদরা অংশ নিচ্ছেন।
‘ফাইভ আইজ’ গোয়েন্দা জোটের উৎপত্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও আমেরিকার গোপন কোড-ব্রেকিং দলের মধ্যে সহযোগিতা থেকে। বিশ্বব্যাপী নিরাপত্তা সহযোগিতার একটি বড় পদক্ষেপ হিসেবে এ গোয়েন্দা প্রধানরা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
তিনদিনের সম্মেলনে ‘ফাইভ আইজের’ তিন সদস্যের প্রতিনিধিত্ব করছেন—আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল ও নিউজিল্যান্ডের গোয়েন্দা প্রধান অ্যান্ড্রু হ্যাম্পটন। সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও গোয়েন্দা প্রধানরা জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় আয়োজিত একটি কৌশলগত সম্মেলনে অংশ নিয়েছেন, যেখানে উপস্থিত ছিলেন ভারতের ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র) প্রধান রবি সিনহা ও গোয়েন্দা ব্যুরোর (আইবি) প্রধান তপন ডেকা।
এ সম্মেলনের পাশাপাশি গোয়েন্দা প্রধানরা রাইসিনা ডায়ালগে অংশ নেবেন। এ বহুপাক্ষিক সম্মেলন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের’ যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে। সম্মেলনটি ভারতের ক্রমবর্ধমান কৌশলগত ও নিরাপত্তা-বিষয়ক ভূমিকাকে তুলে ধরছে।
এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কানাডায় ‘খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী’ গোষ্ঠীগুলোর দ্বারা উগ্রবাদ ও মৌলবাদ বৃদ্ধির উদ্বেগের মধ্যে। অজিত ডোভালের আয়োজিত এ সম্মেলনে বিশ্বব্যাপী নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভারত বিদেশের মাটিতে সক্রিয় খালিস্তানি গোষ্ঠীসহ ভারত-বিরোধী উপাদান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব নিয়েও আলোচনা হয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, ‘ফাইভ আইজের’ সঙ্গে ভারতের গোয়েন্দা সহযোগিতা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের রাইসিনা ডায়ালগের মূল প্রতিপাদ্য ‘কালচক্র—মানুষ, শান্তি ও গ্রহ’। চলতি বছর রাইসিনা ডায়ালগের দশম সংস্করণ অনুষ্ঠিত হবে। যা আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত আলোচনার জন্য গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
এইচ.এস/