ছবি: সংগৃহীত
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রেমে মজেছেন। তবে বলিউডের কোনো সুন্দরীর সঙ্গে নয়, হৃদয়ের লেনদেন করতে বেছে নিয়েছেন ফুটবলের দেশ ব্রাজিলের সুন্দরী লারিসা বনেসিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।
তবে লারিসা নামের সে তরুণীর আরিয়ানের দেশেই বাস। বিচরণ বলিউডে। পেশায় অভিনেত্রী। ব্রাজিলের নামী মডেল। তবে বেশ কয়েক বছর আগেই ভারতে চলে আসেন।
আরো পড়ুন: ২২ বছর বয়সে ব্যক্তিগত প্লেন কিনলেন এই অভিনেত্রী
সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামে দেখা গেছে তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধু এই অভিনেত্রীকে নয়, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র। জানা যাচ্ছে, লারিসার মাকে জন্মদিনে নাকি উপহারও পাঠিয়েছেন আরিয়ান। তা-ও আবার নিজের ব্র্যান্ডের পোশাক।
এসি/ আই.কে.জে/