শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শীঘ্রই সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২৮শে জানুয়ারি) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সাথে বৈঠক করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন।

এসময় হাইকমিশনার বলেন, ফ্লাইট চলাচলের এই ঘোষণাটি দুটি দেশের মধ্যে সংযোগ বাড়াতে এবং শক্তিশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আরো পড়ুন : সপ্তাহে ৩ দিন ছুটি, চার দিন কাজ!

তিনি আরও জানিয়েছেন, ঢাকা থেকে করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও শিগগিরই শুরু হবে। এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময় আরও সহজতর হবে।

ইকবাল হুসাইন বাংলাদেশে চিনি, ইস্পাত, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, সিমেন্ট, শুকনো ফল, গোলাপী লবণ, দুগ্ধজাত পণ্য, মার্বেল এবং কয়লার মতো পণ্য রপ্তানির মাধ্যমে বিভিন্ন খাতে পাকিস্তানের জন্য সুযোগের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে চা এবং পাটজাত পণ্য আমদানি করতে পারে, যা দুই দেশের মধ্যে একটি পরিপূরক বাণিজ্য গতিশীলতা তৈরি করবে।

এস/ আই.কে.জে/ 

বাংলাদেশ-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন