ছবি: সংগৃহীত
গভীর রাতে রাজধানীর উত্তরা, বিমানবন্দর স্টেশন ও এর আশেপাশের এলাকায় সেহরির জন্য প্যাকেট খাবার বিতরণ করেছেন মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড অভিনেতা শরীফুল রাজ ও নির্মাতা মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা ওমর। সিনেমাটির নামাঙ্কিত টিশার্ট পরে মধ্যরাতে নেমে পড়েছেন ওমর টিম। তারা দলবদ্ধভাবে দরিদ্র মানুষদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ছড়িয়ে পড়েছে।
আরো পড়ুন: ডিবি প্রধান হারুনের বাসায় শাকিব খান, কী আলোচনা হলো?
ইতোমধ্যে ওমর সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। টিজারে দেখা গেছে, আরফিন রুমির কণ্ঠের সুরেলা গানের আভাস, সেই সঙ্গে রহস্য, খুন, সাসপেন্স আর রাজ-দর্শনা বণিকের নাচের ঝলক।
এসি/আই.কে.জে