মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানে হকার উচ্ছেদের খবরে পার্কে লুকানো ৫০০ ভ্যান গাড়ি জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে লুকিয়ে রাখা হকারদের ভ্যান গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১২ই নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে গুলিস্তানের রাস্তা দখল করে বসা হকারদের গাড়ির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ৫ শতাধিক ভ্যান গাড়ি জব্দ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে উপস্থিত ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খোন্দকার নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে কোনো গাড়ি পাওয়া যায় না। পরে তথ্য পেলাম আমরা অভিযানে আসার পর হকাররা গাড়িগুলো শহীদ মতিউর পার্কে এনে রাখে। অভিযানের দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসতো। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।

অভিযানে সিটি ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করে।

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, লক্কর ঝক্কর গাড়ি, অবৈধগাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১শে অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ ছিলো। এই ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি আছে, রুট পার্মিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিল। এই রাস্তায় হকারের কারণে গাড়ি চলতে পারে না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।

ওআ/কেবি

গুলিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250