শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

পানীয় জল: গৃহস্থালির কাজে ব্যবহার হলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

ঘরের কোনো কাজে ব্যবহার করা যাবে না পানীয় জল। শুধু খাওয়াই যাবে। আর নিয়ম ভাঙলেই ‘শাস্তি’ হবে। দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। এমনই নির্দেশ জারি হয়েছে বেঙ্গালুরুতে।

জানা গেছে, গত কয়েক বছরে বেঙ্গালুরুতে জলসঙ্কট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গরম পড়তে না পড়তেই জলের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। গত বছর ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। জলের অপচয় বন্ধ করতে নানা পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। কিন্তু তার পরেও জলের অপচয় বন্ধ হয়নি বলে নানা সময়ে অভিযোগ ওঠে। তাই এবার আরও কড়া পদক্ষেপ নিলো ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড (বিডব্লিউএসএসবি)।

জল বোর্ডের চেয়ারম্যান রামপ্রসাদ মনোহর গণমাধ্যমকে জানিয়েছেন, পানীয় জল অপচয় করলে নাগরিকদের জরিমানা করা হবে। অনেকেই পানীয় জল গৃহস্থালির নানা কাজে ব্যবহার করেন। এ ছাড়াও গাড়ি ধোয়া, বাগানে জল দেওয়া, নির্মাণকাজে ব্যবহার করা, রাস্তা পরিষ্কারের মতো কাজেও ব্যবহার করা হয়। এবার থেকে এসব কাজ করা যাবে না। যদি কেউ নির্দেশ অমান্য করেন, তাহলে তাকে ৫০০০ টাকা জরিমানা করা হবে। তার পরেও যদি কেউ নির্দেশ লঙ্ঘন করেন, তাহলে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা করা হবে।

কেসি/কেবি


জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250