প্রতীকী ছবি
ঘরের কোনো কাজে ব্যবহার করা যাবে না পানীয় জল। শুধু খাওয়াই যাবে। আর নিয়ম ভাঙলেই ‘শাস্তি’ হবে। দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। এমনই নির্দেশ জারি হয়েছে বেঙ্গালুরুতে।
জানা গেছে, গত কয়েক বছরে বেঙ্গালুরুতে জলসঙ্কট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গরম পড়তে না পড়তেই জলের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। গত বছর ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। জলের অপচয় বন্ধ করতে নানা পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। কিন্তু তার পরেও জলের অপচয় বন্ধ হয়নি বলে নানা সময়ে অভিযোগ ওঠে। তাই এবার আরও কড়া পদক্ষেপ নিলো ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড (বিডব্লিউএসএসবি)।
জল বোর্ডের চেয়ারম্যান রামপ্রসাদ মনোহর গণমাধ্যমকে জানিয়েছেন, পানীয় জল অপচয় করলে নাগরিকদের জরিমানা করা হবে। অনেকেই পানীয় জল গৃহস্থালির নানা কাজে ব্যবহার করেন। এ ছাড়াও গাড়ি ধোয়া, বাগানে জল দেওয়া, নির্মাণকাজে ব্যবহার করা, রাস্তা পরিষ্কারের মতো কাজেও ব্যবহার করা হয়। এবার থেকে এসব কাজ করা যাবে না। যদি কেউ নির্দেশ অমান্য করেন, তাহলে তাকে ৫০০০ টাকা জরিমানা করা হবে। তার পরেও যদি কেউ নির্দেশ লঙ্ঘন করেন, তাহলে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা করা হবে।
কেসি/কেবি