ছবি: সংগৃহীত
সঞ্জয় কুলু, বাগরেহাট
ধান কাটার মৌসুমে পাশের উপজেলা থেকে শরণখোলায় আসা পরিযায়ী কৃষি শ্রমিকদের কারণে মাঠে কর্মচাঞ্চল্য। ভোরের আলো ফুটতেই কাস্তের টুংটাং শব্দে চারদিক মুখরিত হয়ে ওঠে।
পরিযায়ী শ্রমিক আবদুর রহমান বলেন, পরিবার চালাতে আমরা দূর থেকে আসি। দিনের মজুরি হাতে পেলেই সব পরিশ্রম স্বার্থক মনে হয়।
দক্ষিণ তাফালবাড়ি গ্রামের কৃষক সুমন হাওলাদার জানান, শ্রমিক না এলে ধান ঘরে তোলা অসম্ভব হয়ে পড়ে। তিনি বলেন, এখন তরুণেরা মাঠে খুব একটা আসে না, তাই এ শ্রমিকদের ওপরই পুরো ভরসা।
জমির মালিক নিরব হাওলাদার জানান, সময় মতো শ্রমিক পাওয়ায় ধান নষ্ট হওয়ার ভয় নেই। নির্দিষ্ট সময়ে কাজ এগিয়ে নিতে পারছেন।
স্থানীয় বাসিন্দা দিবাস বেপারি বলেন, শ্রমিকেরা এলে গ্রামে নতুন প্রাণ আসে। বাজার-বাণিজ্যও জমে ওঠে।
ধান কাটার এ মৌসুমে শ্রমিক, কৃষক, জমির মালিক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষেত-মাঠে ফিরে এসেছে পুরনো কর্মচাঞ্চল্য।
খবরটি শেয়ার করুন