সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ *** নেপালে নাশকতাকারীদের বিচার করা হবে: সুশীলা *** ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, তারেকের নিরাপত্তা নিয়ে আলোচনা *** টাইফয়েড টিকা দিতে দেড় মাসে প্রায় ৯০ লাখ শিশুর নিবন্ধন *** ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের বেশি থাকব না: সুশীলা কার্কি *** নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর *** জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারী, সমন্বয়ক ও সংখ্যালঘু *** সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্রসংসদে, বদলে যেতে পারে নামও *** আমেরিকার পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’

কারাবন্দী ইমরান খানের ওপর ‘নির্যাতনের’ অভিযোগ জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, এমন অভিযোগের কথা উল্লেখ করে জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের কাছে আবেদন করা হয়েছে। আবেদনটি করেছে ইমরানের আন্তর্জাতিক আইনজীবী দল। খবর জিও নিউজের।

আবেদনে বলা হয়েছে, ‘সুসংগঠিত একটি ধারায়’ ইমরান খানের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে একাকী তাকে কারাগারে বন্দী করে রাখা, চিকিৎসা–সেবা না দেওয়া, দূষিত খাবার দেওয়া এবং পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া।

ইমরান খানের আইনজীবীদের ভাষ্য, সাবেক এ প্রধানমন্ত্রীর ওপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, তার ফলে নির্যাতনবিরোধী কনভেনশন (সিএটি) এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) মেনে চলার যে বাধ্যবাধকতা পাকিস্তানের রয়েছে, তা লঙ্ঘন হয়েছে।

জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের কাছে করা আবেদনে ইমরানের ছেলে সুলেইমান খানের একটি বিবৃতি যুক্ত করা হয়েছে। তাতে তার বাবাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার নিন্দা জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, ‘আমাদের বাবাকে এমন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে, যা কোনো মানুষ সহ্য করতে পারবে না। এগুলো মানবাধিকারের লঙ্ঘন এবং নির্যাতনের সমপর্যায়ের।’

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে প্রতিবেদন দিয়ে থাকেন নির্যাতনবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার। নির্যাতনের বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ তোলা হলে তা তদন্ত করে দেখতে পারেন তিনি। নিজ ক্ষমতাবলে সত্য উদ্‌ঘাটন করতে ঘটনাস্থলে যেতে পারেন। একই সঙ্গে তদন্তপরবর্তী প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও সাধারণ পরিষদে জমা দিতে পারেন।

৭১ বছর বয়সী ইমরান খান ২০২২ সালের এপ্রিল মাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হন। ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী তিনি। জাতিসংঘের কাছে পাঠানো আবেদনে ইমরানের ওপর নির্যাতনের অভিযোগগুলো তদন্ত করে দেখার এবং তার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য পাকিস্তানের সরকারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জে.এস/

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন