রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকসুতে নবনির্বাচিতদের মোবারকবাদ জানালেন ডাকসুর ভিপি সাদিক কায়েম *** নেপালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে *** বাতাসের কারণে দুই পাশে মারতে পারেননি লিটনরা *** বিমান ছিনতাই করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী, কিন্তু কেন *** ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয় *** সেই ফাইয়াজের ভাই জাকসুর জিএস *** ভারত আমাদের প্রতিবেশী, সবকিছু মিলিয়ে ইলিশ দিতে বাধ্য হচ্ছি: উপদেষ্টা ফরিদা আখতার *** জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম *** উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ *** সপ্তাহে দুই দিনের বেশি হাসপাতালে যেতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

হোয়াটসঅ্যাপের মিডিয়া বিশ্লেষণে এবার সাহায্য করবে মেটা এআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

হোয়াটসঅ্যাপে এ ফিচার মিথ্যা তথ্য মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে মেটা এআই-এর কাছে ছবি, ভিডিও ও টেক্সট পাঠিয়ে সেগুলোর বিশ্লেষণ করাতে পারবেন। পরীক্ষামূলকভাবে ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েডের জন্য ২.২৫. ১৮.৮ সংস্করণে চালু হয়েছে। পাশাপাশি কিছু সাধারণ ব্যবহারকারীর জন্যও এটি ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে।

এ নতুন সুবিধার মাধ্যমে মেটা এআই ব্যবহারকারীদের পাঠানো কনটেন্ট বিশ্লেষণ করে প্রাসঙ্গিক তথ্য দিতে পারবে। যেমন—কোনো ছবি কোথায় তোলা হয়েছে, ছবির বর্ণনা, তথ্য যাচাই, এমনকি ভাইরাল ভিডিওর সত্যতা নিশ্চিত করাও সম্ভব হবে। এতে করে চ্যাটে শেয়ার হওয়া বিভিন্ন কনটেন্ট সম্পর্কে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ফিচার মিথ্যা তথ্য মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্যবহারকারীরা ফরোয়ার্ড করা ছবি বা ভিডিও যাচাই করতে মেটা এআই-এর সাহায্য নিতে পারবেন। ফলে ভুল তথ্য ছড়ানো রোধে এটি একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।

গোপনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। হোয়াটসঅ্যাপ বলছে, ব্যবহারকারী যেসব কনটেন্ট মেটা এআই-এর সঙ্গে শেয়ার করেন, কেবল সেগুলোই অ্যাকসেস করা হয়। শেয়ার করা তথ্য প্রেরণের সময় সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে এবং বিশ্লেষণের পর তা ক্লাউড সার্ভার থেকে মুছে ফেলা হয়।

ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে ছবি বা ভিডিও নির্বাচন করে ‘শেয়ার’ অপশনে যেতে হবে। সেখানে যদি ‘মেটা এআই’ নামটি দেখা যায়, তাহলে সেই কনটেন্ট সরাসরি চ্যাটবটের কাছে পাঠানো যাবে বিশ্লেষণের জন্য।

এ নতুন ফিচার আসার আগে হোয়াটসঅ্যাপ সম্প্রতি মিডিয়া পাঠানোর সময় অ্যানিমেশন যুক্ত করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বার্তার পাঠ্য সহজে কপি করার একটি নতুন পদ্ধতিও পরীক্ষা করছে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে এআইভিত্তিক প্রযুক্তি একীভূত করার লক্ষ্যে তারা কাজ করছে। হোয়াটসঅ্যাপেও সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আসছে একের পর এক নতুন ফিচার। ফলে অ্যাপটি হয়ে উঠছে আরও স্মার্ট, তথ্যসমৃদ্ধ এবং ব্যবহারবান্ধব।

এইচ.এস/

হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন