বুধবার, ৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকায় বিরল খনিজ পাঠাল পাকিস্তান *** বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের ব্যস্ততা *** একদিকে সংঘাত বন্ধের জন্য আলোচনা, অন্যদিকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল *** জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ *** মাদ্রাসা ক্রিকেট চালু করবে বিসিবি *** প্রথমবার ইউনেসকো সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হলো বাংলাদেশ *** আওয়ামী লীগ ফিরে আসা মানেই অভ্যুত্থান মিথ্যা: সারজিস আলম *** রপ্তানি, রেমিট্যান্স ও রিজার্ভে ভর করে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি: বিশ্বব্যাংক *** তারেক রহমানের সাক্ষাৎকারে কী কী প্রাপ্তি দেখছেন বিশ্লেষকেরা *** মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস

আলোচিত সেই গায়কের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন থামছেই না ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও রাজনীতিবিদ পবন সিংকে ঘিরে। কিছুদিন আগেই এক অভিনেত্রীকে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। এবার তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন স্ত্রী জ্যোতি সিং। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী জ্যোতিকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন গায়ক পবন। তার অভিযোগ, পবন এফআইআর দায়ের করেছেন। 

আর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি। আইনি প্রক্রিয়ার নিয়ম রক্ষায় জ্যোতিকে থানায় ডাকা হয়েছে। এ অবস্থায় জ্যোতিকে থানায় যাওয়ার অনুরোধ করা হলে তিনি যেতে অস্বীকার করেন।

একজন কর্মকর্তা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে আইনি ঝামেলা চলছে এবং জ্যোতি নাকি তার স্বামী পবনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। যদিও তখন জ্যোতি তা অস্বীকার করেন। তার দাবি―কেবল ভরণ-পোষণ সংক্রান্ত মামলা চলছে, সেটি কোনো ফৌজদারি মামলা নয়। তখন পুলিশের সামনেই বিষপানে আত্মহত্যার হুমকি দেন তিনি।

জ্যোতি চিৎকার করে বলেন, ‘আমি ন্যায়বিচার না পেলে আর কোনো আশা নেই। আমি বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করব। শেষবারের মতো বলছি, এই বাড়ি থেকে আমার মরদেহ বের হবে। আমি ভদ্র পরিবারের মেয়ে। আমাকে যদি থানায় যেতে হয়, তাহলে এখানেই বিষপান করব। যথেষ্ট হয়েছে। ন্যায় বিচার করুন।’

এ ছাড়াও তিনি গায়ক পবনের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কেরও অভিযোগ করেন। জানান, নির্বাচনের পর তার সামনেই অন্য মেয়েকে নিয়ে হোটেলে সময় কাটিয়েছেন পবন। ক্ষোভ উগরে দিয়ে জ্যোতি বলেন, ‘যে নিজ স্ত্রীকে বের করে দেয়ার জন্য পুলিশ ডেকেছে, সে নাকি সমাজসেবা করবে। নির্বাচনের সময় আমাকে ব্যবহার করল, আর তারপর অন্য মেয়ে নিয়ে হোটেলে গেল। কেউ তো জিজ্ঞাসা করেনি, নির্বাচনের পর কেন চলে এসেছি আমি?’

জ্যোতি আরও বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার ২০ দিন পর পবন আমার সামনেই অন্য মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিল। আমি স্ত্রী হয়ে এটি সহ্য করতে পারিনি, এ জন্য চলে এসেছি। আর এখন এই পবন নাকি ন্যায় করবে। পবন, কাল আপনার লখনউর বাসভবনে আসছি। সেখানে পরিবারের সঙ্গে দেখা করব এবং দুই দিন অপেক্ষা করব।’

বর্তমানে এমএক্স প্লেয়ারের রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ অভিনয় করছেন পবন। তবে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। গত মাসেই সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবকে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগে আলোচনা-সমালোচনায় উঠে আসেন। এ ঘটনায় পর অবশ্য ক্ষমা চেয়েছেন পবন।

জে.এস/

পবন সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250