শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস

স্বাধীনতার পর প্রথম বাজেটের আকার কমল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম বাজেটের আকার আগের বছরের তুলনায় কমেছে। দেশে এবার ৫৫তম বারের মতো বাজেট উপস্থাপন করা হচ্ছে। এবারে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হতে পারে। 

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি কমানো, ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এ বাজেটে গুরুত্ব পাবে।

দেশের ইতিহাসে এর আগে ৫৪ বার বাজেট ঘোষণা করা হয়েছে, কিন্তু কখনোই বাজেটের আকার আগের বছরের তুলনায় কমেনি। বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, ১৯৭২ সালে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের দেওয়া বাজেটের আকার ছিল ৭৭৬ কোটি টাকা। এরপর ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত বাজেটের আকার ছিল যথাক্রমে ৮২০ দশমিক ৬৫ কোটি, ৯৯৫ দশমিক ২৩ কোটি এবং ১৫৪৯ দশমিক ৪৮ কোটি টাকা।

স্বৈরশাসক এরশাদের পতনের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত প্রথম নির্বাচিত সরকারের ৫ বছরেও বাজেটের আকার ধারাবাহিকভাবে বেড়েছে। বিএনপি সরকারের প্রথম বছরে অর্থাৎ ১৯৯১-৯২ অর্থবছরে মোট বাজেট ছিল ১৫ হাজার ৫৮৩ দশমিক ২৫ কোটি টাকা। সরকারের মেয়াদের শেষ অর্থবছর অর্থাৎ ১৯৯৫-৯৬ সালে বাজেটের আকার ছিল ২৪ হাজার ৭০৭ কোটি টাকা।

এরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও বাজেটের আকার বৃদ্ধির ধারা অব্যাহত থাকে। ১৯৯৬-৯৭ অর্থবছরে বাজেটের আকার ছিল ২৫ হাজার ২৫৮ কোটি টাকা এবং শেখ হাসিনা সরকারের সেই মেয়াদের শেষ বছরে বাজেটের আকার দাঁড়ায় ৪৪ হাজার ৭৬৫ কোটি টাকা।

এইচ.এস/


বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250