ছবি: সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের অমূল্য রত্ন সালমান শাহর অকাল প্রয়াণ গভীরভাবে ছাপ ফেলে দেশের চলচ্চিত্র ও ভক্তদের মনে। স্বপ্নের মতো দ্রুত জনপ্রিয়তা পাওয়া এই তারকার মৃত্যু ছিল দেশের চলচ্চিত্র জগতের এক অবিশ্বাস্য ঘটনা। তবে তার মৃত্যুর পর নানা রহস্য এবং প্রশ্নে ঘেরা এই ঘটনার নতুন মোড় নিয়েছে। দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলায় রূপ দেওয়া হয়েছে, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
সম্প্রতি খল অভিনেতা আহমেদ শরীফ সাক্ষাৎকারে তার স্মৃতিচারণা করেছেন। তিনি বলেন, ‘আমার মতে, দেশে যত নায়ক এসেছে, তাদের মধ্যে সালমান শাহ ছিল সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া তারকা। আমি সেটে কাজ করছিলাম, হঠাৎ খবর পেলাম সালমান মারা গেছে। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আকাশ থেকে পড়ে গেছি। এরপর আমি মেডিকেলে গেলাম।’
তিনি আরো বলেন, ‘যতটুকু আমি মনে করতে পারি, সালমান শাহ ছিল স্ট্রেচারে শুয়ে, গায়ে কোনো জামা ছিল না, তবে তার গলায় একটি চেইন ছিল। আমি তার কাছাকাছি যেতে চাইছিলাম, কিন্তু অস্থিরতার কারণে আমি মাটিতে বসে পড়লাম। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে তার দাফন সম্পন্ন হয়।’
১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যদিও প্রথম দিকে এটিকে ‘অপমৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, ২৯ বছর পর এই মামলাটি নতুন করে হত্যা মামলায় পরিণত হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন