ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী নেহা কক্করকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। নেহার চোখে জলও দেখা যাচ্ছে। কোনও একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গিয়েছেন গায়িকা। নিমেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি।
সম্প্রতি দেখা যাচ্ছে ছবি বিকৃত করে হামেশাই বিব্রত করা হচ্ছে তারকাদের। কখনও তাদের ছবি নিয়ে পোশাক বিকৃত করা অথবা কখনও ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু বানানো! এ ক্ষেত্রেও তেমনই হয়েছে। নেহার যে গ্রেফতারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা নকল ছবি। সেটা আসলে এআই দ্বারা নির্মিত।
যদিও নেহার এই ছবিতে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। কেউ যেমন নেহার প্রতি দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার উচ্ছ্বসিত। যদিও এই নকল ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নেহা। মাঝেমধ্যেই সঙ্গীতশিল্পীকে নিয়ে নানা বিতর্ক শোনা যায়। কখনও নেহার বিবাহবিচ্ছেদের কথা কানে আসে, কখনও আবার শোনা যায় গায়িকা অন্তঃসত্ত্বা। তবে বার বার সব জল্পনায় জল ঢেলেছেন গায়িকা।
আরও পড়ুন: প্রথমে প্রেম তারপর বাড়ে ভয় : সোহিনী
এসি/ আই.কে.জে/