ছবি : সুখবর
জুলাইয়ের গণঅভ্যুত্থান অবলম্বনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঞ্চনাটক ‘লাল জুলাই’ মঞ্চস্থ হয়েছে। সিন্দাবাদ সাহিত্য সংসদের আয়োজনে রোববার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গণঅভূত্থান শীর্ষক ‘স্মৃতি লিখন প্রতিযোগিতার’ পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় এ নাটক মঞ্চস্থ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক তাশাতের রচনা ও পরিচালনায় নাটকটি পরিবেশন করেন ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক জোটের শিল্পীরা। নাটকটিতে জুলাই গণঅভ্যুত্থানে রণাঙ্গনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি সবার মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
সিন্দাবাদ সাহিত্য সংসদের চেয়ারম্যান এইচ এম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সংগঠনটির পরিচালক আহসানুল কবির তানিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক ও আবু তৈয়ব মিসবাহসহ ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক জোটের শিল্পীরা। এসময় ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতায় বিজয়ী দশ জনকে পুরস্কৃত করা হয়।
আরো পড়ুন : জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : গণশিক্ষা উপদেষ্টা
নাটক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাইয়ের সেই ভয়াবহ দিনগুলোতে আমরা ঠিকমতো ঘুমোতেও পারিনি। এই নাটকটি যেন ছিল আমাদের সেই রাজপথের আন্দোলনের বাস্তব চিত্র। আমি সকল বিভাগের শিক্ষকদের এই নাটকটি তাদের বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চস্থ করার অনুরোধ করছি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নাটকটি দেখে আমি জুলাইয়ের সেই শ্বাসরুদ্ধকর দিনগুলিতে ফিরে গিয়েছিলাম। অন্দোলনে শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বর্বর নির্যাতনের স্মৃতি আমার বারবার মনে পড়ছিল। আমাদের ছাত্ররা কিভাবে ফ্যাসিস্ট সরকারকে রুখে দিয়েছে তা আমি নিজের চোখে দেখেছিলাম। আমি উপাচার্য হিসেবে যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এই বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের ছাত্র জনতার স্পিরিটকে ধারন করে চলবে।
আবির/ এস/কেবি