ফাইল ছবি (সংগৃহীত)
প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের তালিকায় মহাবিপন্ন হিসেবে চিহ্নিত সাম্বার হরিণ রক্ষায় ব্যবস্থা নিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
গতকাল বুধবার (১৬ই জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেলা। মহাবিপন্ন প্রাণীটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এর পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে বেলা।
সাম্প্রতিক কালে কয়েকটি সাম্বার হরিণ উদ্ধার ও হত্যার ঘটনার উদ্ধৃতি দিয়ে চিঠিতে বলা হয়েছে, একসময় পাহাড়ি বনাঞ্চলের স্থায়ী বাসিন্দা ছিল সাম্বার হরিণ। এখন প্রাণীটি পার্বত্য চট্টগ্রামের কিছু বিচ্ছিন্ন বনে টিকে আছে। এশিয়ার বনাঞ্চলে সাম্বার হরিণকে ‘সংকটাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে আইইউসিএন। তবে বাংলাদেশে এটি ‘মহাবিপন্ন’ প্রাণীর তালিকায় রয়েছে।
মূলত চোরা শিকার ও বন ধ্বংসের কারণে দেশে সাম্বার হরিণের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মনে করছে বেলা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ হরিণ আকারে বড়। দেশে–বিদেশে চামড়ার চাহিদা রয়েছে বেশ। এসব কারণে শিকারিদের অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে সাম্বার হরিণ। এ ছাড়া গভীর অরণ্য সাম্বার হরিণের প্রাকৃতিক আবাসস্থল। ক্রমাগত বন ধ্বংসের কারণে প্রাণীটি বাসস্থান–সংকটে পড়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন