শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

মহাবিপন্ন সাম্বার হরিণ রক্ষায় উদ্যোগ নিতে সরকারকে বেলার চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের তালিকায় মহাবিপন্ন হিসেবে চিহ্নিত সাম্বার হরিণ রক্ষায় ব্যবস্থা নিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

গতকাল বুধবার (১৬ই জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেলা। মহাবিপন্ন প্রাণীটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এর পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে বেলা।

সাম্প্রতিক কালে কয়েকটি সাম্বার হরিণ উদ্ধার ও হত্যার ঘটনার উদ্ধৃতি দিয়ে চিঠিতে বলা হয়েছে, একসময় পাহাড়ি বনাঞ্চলের স্থায়ী বাসিন্দা ছিল সাম্বার হরিণ। এখন প্রাণীটি পার্বত্য চট্টগ্রামের কিছু বিচ্ছিন্ন বনে টিকে আছে। এশিয়ার বনাঞ্চলে সাম্বার হরিণকে ‘সংকটাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে আইইউসিএন। তবে বাংলাদেশে এটি ‘মহাবিপন্ন’ প্রাণীর তালিকায় রয়েছে।

মূলত চোরা শিকার ও বন ধ্বংসের কারণে দেশে সাম্বার হরিণের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মনে করছে বেলা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ হরিণ আকারে বড়। দেশে–বিদেশে চামড়ার চাহিদা রয়েছে বেশ। এসব কারণে শিকারিদের অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে সাম্বার হরিণ। এ ছাড়া গভীর অরণ্য সাম্বার হরিণের প্রাকৃতিক আবাসস্থল। ক্রমাগত বন ধ্বংসের কারণে প্রাণীটি বাসস্থান–সংকটে পড়েছে।

জে.এস/

সাম্বার হরিণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250