বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

ক্রীড়াঙ্গনের তারকা দম্পতির সংসারে...

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার। খবর বিল্ডের।

সানিয়া মির্জা, শোয়েব মালিকের সংসার টেকেনি। এমন আরও অনেক ক্রীড়া দম্পতিই আছেন, যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ধারণা করা হয়েছিল, এই তালিকায় হয়তো পড়বেন না বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচ। প্রথম পাঁচ বছর পেরিয়ে গেলে সে ধারণা আরও পাকাপোক্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাড়াছাড়িই হয়ে গেল এই তারকা দম্পতির। ৯ বছরের সংসার ভেঙে গেছে তাদের।

গত এপ্রিলেই ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল খবর দিয়েছিল ফুটবল ও টেনিসের দুই সাবেক তারকার দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর। শোয়েনস্টেইগার জার্মান, আর ইভানোভিচ সার্বিয়ান। দুজনই ইউরোপিয়ান হলেও ভিন্ন ভিন্ন জীবনধারা তাদের। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াতে হয় শোয়েনস্টেইগারকে। আর ইভানোভিচ থাকেন সার্বিয়াতেই।

তিন সন্তানকে দেখাশোনা করেই জীবন কাটে তার। এই বৈপরীত্যই বিচ্ছেদের বীজ হয়েছে তাদের মধ্যে। দিন যত গড়িয়েছে, সেটাই বড় হয়ে দুজনের দূরত্ব আরও বাড়িয়েছে। মাঝখানে এমনও খবর বেরোয়, শোয়েনস্টেইগার নাকি নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছেন!

দুজনের ছাড়াছাড়ি হওয়ার খবরটি দিয়েছে জার্মান পত্রিকা বিল্ড। ইভানোভিচের আইনজীবী ও প্রতিনিধিত্বকারী ক্রিশ্চিয়ান শের্টজের মাধ্যমে জার্মান পত্রিকাটি জানতে পারে, মতপার্থক্যের কারণে দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত। শের্টজ বলেন, ‘সমর্থকরা বিষয়টি বুঝবেন এবং তাদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেবেন।’

শোয়েনস্টেইগারের সঙ্গে আনা ইভানোভিচের প্রথম পরিচয় ২০১৪ সালে। এরপর রোমান্সের শুরু দুজনার। চুটিয়ে প্রেম করা এবং নিজেদের জানাশোনার পর ২০১৬ সালে ভেনিসে বিয়ে করেন তারা। ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু বেশ কয়েক মাস থেকেই সংসারে অশান্তির শুরু। জার্মান ম্যাগাজিন বুন্টের তথ্যানুযায়ী গত কয়েক মাস ধরে তারা আর একই ছাদের নিচে থাকেন না। অনিবার্য পরিণতি হিসেবেই ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের।

তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার আনা ইভানোভিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন