ফাইল ছবি (সংগৃহীত)
বাজারে চালের সরবরাহ বাড়াতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানো হয়েছে।
রোববার (২০শে অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান-এর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহার করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। আর এখন যে ৫ শতাংশ আগাম কর দিতে হয়, তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, শুল্ক-কর কমানোর ফলে আমদানি পর্যায়ে চালের দাম প্রতি কেজিতে ১৪ টাকা ৪০ পয়সা কমবে।