বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮ *** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

জ্বালিয়ে মারছে এক ব্যক্তি—অভিযোগ নিয়ে আদালতে টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৫

#

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

আমেরিকান সংগীতশিল্পী টেইলর সুইফট সম্প্রতি তার বাড়িতে একাধিকবার অনুপ্রবেশকারী এক ব্যক্তির বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছেন। ব্রায়ান জেসন ওয়াগনার নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি গত প্রায় এক বছর ধরেই সুইফটের বাড়িতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক রয়েছে দাবি করে আসছেন। খবর ডয়েচে ভেলের।

আদালতে সুইফটের জমা দেওয়া বিবৃতিতে জানা যায়—২০২৪ সালের জুলাই মাসে প্রথমবার তার বাড়িতে যান ব্রায়ান এবং ওই মাসেই তিনবার হাজির হন। প্রতিবারই সুইফটের নিরাপত্তা টিম তাকে বাধা দেয়। একবার তিনি একটি কাচের বোতল সঙ্গে নিয়ে এসেছিলেন, যা অস্ত্র হিসেবে ব্যবহারের উপযোগী ছিল বলে উল্লেখ করেন সুইফট।

বিবৃতিতে আরও বলা হয়—ব্রায়ান বারবার দাবি করেছেন তিনি সুইফটের বাড়িতে থাকেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং সুইফট নাকি তার সন্তানের মা—যা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে সুইফট জানান।

সুইফটের নিরাপত্তা টিমের পক্ষ থেকে বলা হয়, ব্রায়ান জেলে থাকার সময় শতাধিকবার চিঠি ও ইমেইলের মাধ্যমে সুইফটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। এসব বার্তায় তিনি সুইফটের প্রতি গভীর মোহ প্রকাশ করেন এবং তাদের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। বিষয়টি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে, নিরাপত্তা টিম তাকে ‘বিপজ্জনক’ হিসেবে তালিকাভুক্ত করে।

ব্রায়ান সম্প্রতি আবারও সুইফটের বাড়িতে যান এবং জানান, তিনি একজন বন্ধুর খোঁজ নিতে এসেছেন। তখনই তদন্ত করে জানা যায়, তিনিই সেই ব্যক্তি যিনি ২০২৩ সালে জেলে ছিলেন এবং তখন থেকেই সুইফটকে নিয়মিত বার্তা পাঠিয়ে যাচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো—ব্রায়ান নিজের ড্রাইভিং লাইসেন্সে সুইফটের লস অ্যাঞ্জেলেসের বাড়ির ঠিকানা যুক্ত করেছেন এবং সেটি ওই ঠিকানায় পাঠানোও হয়েছে।

সুইফট জানান, তিনি ব্রায়ানকে চেনেন না, কখনোই দেখা বা কথা হয়নি, এমনকি নিজের ঠিকানাও কখনো শেয়ার করেননি।

গত কয়েক সপ্তাহে সুইফটের স্টাফদের ২৬টির বেশি ইমেইল পাঠিয়েছেন ব্রায়ান। এগুলোর ভাষা ছিল হুমকিস্বরূপ। এ পরিস্থিতি সুইফট ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

আদালত ৩০শে জুন শুনানির দিন নির্ধারণ করেছেন। আপাতত ব্রায়ানের বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে, যাতে তিনি সুইফটের বাড়ি, গাড়ি ও কর্মস্থলে যেতে না পারেন। বিচারক যদি পূর্ণ নিষেধাজ্ঞা দেন, তবে সেটি ভঙ্গ করলে ব্রায়ানকে গ্রেপ্তার করা হতে পারে।

এটিই প্রথমবার নয়, এর আগেও সুইফটের প্রতি এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে এক ব্যক্তি তার নিউ ইয়র্কের বাড়িতে প্রায় ৩০ বার গিয়েছিলেন। ২০১৯ সালে এক ব্যক্তি সুইফটের রড আইল্যান্ডের বাড়ির কাছে গ্রেপ্তার হন। তার ব্যাগে ছিল তালা ভাঙার ৩০টির বেশি সরঞ্জাম।

এইচ.এস/

টেইলর সুইফট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250