সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৯ এজেন্সিকে আজকের মধ্যে হজের ভিসা প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের ৯ হজ এজেন্সিকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।বৃহস্পতিবারের (১৬ই মে) মধ্যে তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই মে) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

অতিরিক্ত সচিব বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারায় ১২টি এজেন্সিকে ব্যাখ্যা প্রদানের পাশাপাশি সচিবালয়ে ডেকে তাদের সতর্ক করা হয়েছে। এসব এজেন্সির মধ্যে ৯টিকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন: যে দোয়া পড়লে পাহাড় সমান ঋণ থেকে মুক্তি পাবেন

মো. মতিউল ইসলাম আরও বলেন, এসব এজেন্সি ভিসা করতে না পারার ব্যাখ্যা তুলে ধরেছে মন্ত্রণালয়ের কাছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইন্সের বুকিং কম হওয়ায়, বুকিং হার দ্রুত বাড়াতে তাদের তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। তবে বুকিং হার কম হলেও হজ যাত্রীদের সিডিউল ফ্লাইট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ভিসা হয়েছে ৮০ হাজারেরও বেশি জনের। বাকি আছে এখনো ৪ হাজার ৮০০ জনের। এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস।

এইচআ/  

ভিসা প্রক্রিয়া হজ এজেন্সি

খবরটি শেয়ার করুন