শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৫ লাখে বিক্রি হলো সেই জাভা ভোল মাছ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ধরা পড়া ২৫ কেজি ওজনের জাভা ভোল মাছটি ৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। 

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) মোংলা বন্দরের ব্যবসায়ী বেলায়েত সরদার মাছটি কিনে নেন।

এর আগে রোববার মালঞ্চ নদীর ফিরিঙ্গি এলাকায় শুকুর আলী নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম।

শুকুর আলী গণমাধ্যমকে বলেন, কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মাছের দাম বলে তিন লাখ ৭৫ হাজার টাকা। তবে এটির দাম আরও অনেক বেশি হওয়ায় আমি তখন বিক্রি করিনি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে মোংলা থেকে মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার আমার সঙ্গে যোগাযোগ করে মাছটি কিনে নেন।

আরও পড়ুন: এক মাছের দাম ৪ লাখ টাকা!

বেলায়েত সরদার বলেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি এক জেলে বড় একটি মাছ পেয়েছেন। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সেটির দাম অর্ধেক বলেছেন। পরে আমি জেলের সঙ্গে কথা বলে মাছটি কিনি।

তিনি বলেন, জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। ঔষধিগুণের কারণে এ মাছের এতো দাম। বিদেশি ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। জাভা ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যানসারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয়।

এর আগে রোববার (১১ই ফেব্রুয়ারি) জাভা ভোল মাছটির দাম হাঁকা হয়েছিলো চার লাখ টাকা। 

তখন শুকুর আলী বলেন, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি ৪ লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা।

এসকে/ 

জাভা ভোল মাছ ৫ লাখ টাকা

খবরটি শেয়ার করুন