রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায় ১ বছর পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দল। সিলেটে আজ শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।

অধিনায়কত্বের পাশাপাশি প্রথম ম্যাচে বাংলাদেশের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। বাঁহাতি স্পিনার নাহিদা আকতার দলটির সহঅধিনায়ক। একাদশে ফিরেছেন সোবহানা মোস্তারি ও সুলতানা খাতুন। সোবহানা, জ্যোতির পাশাপাশি দিলারা আকতার দোলা, মুর্শিদা খাতুন থাকছেন ব্যাটিং লাইন আপে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার। বোলিং আক্রমণে সুলতানার সঙ্গে থাকছেন ফাহিমা খাতুন, মারুফা আকতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা। 

হারমানপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের একাদশে। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুর দুই তারকা পেসার রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সাজানা সঞ্জীবনের। 

আরও পড়ুন: ১৮ বছরেই টেনিস রেফারি বাংলাদেশের মাসফিয়া!

বাংলাদেশের একাদশ: 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। 

ভারতের একাদশ:  

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), ইয়াসতিকা ভাটিকা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ, পূজা ভাস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, রাধা যাদব।

এসকে/ 

বাংলাদেশ ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন