রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

যুদ্ধবিধ্বস্ত গাজার ২৫০ ছাত্রীকে বৃত্তি দেবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজার ২৫০ জন ছাত্রীকে বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। 

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে সম্পূর্ণ বিনা খরচে পড়ালেখার সুযোগ করে দেওয়া হবে। এ ছাড়াও থাকবে ভ্রমণ, আবাসন, স্বাস্থ্যসেবাসহ মাসিক ভাতা। আগের প্রাতিষ্ঠানিক অর্জনের ওপর ভিত্তি করে শিক্ষার্থী বাছাই করা হবে।

গত বৃহস্পতিবার আমেরিকার নিউইয়র্কে আয়োজিত এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুরকে বৃত্তির বিষয়টি জানান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমেদ। এ সময় কামাল আহমেদের এই উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের পক্ষ থেকে প্যালেস্টাইনের ওপর লেখা বই উপহার হিসেবে গ্রহণ করেন কামাল আহমেদ।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহকারী রেজিস্ট্রার তপু চৌধুরী বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার ২৫০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তহবিল থেকে শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেবে , আবেদন শুরু আজ

মিয়ানমার, ইয়েমেন, সিরিয়াসহ যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের প্রায় ৮৫০ নারী শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ পড়ালেখা করছেন। এর মধ্যে ৫৫০ জন আফগানিস্তানের। বাংলাদেশসহ ১৫টি দেশের প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। যার মধ্যে ৮৫ শতাংশের বেশি শিক্ষার্থী পূর্ণ অথবা আংশিক বৃত্তির আওতায়।

এসকে/ 

ছাত্রী গাজা প্যালেস্টাইন বৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250