রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ *** শুল্ক নিয়ে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস *** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি *** আমেরিকান শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আহ্বান

মোদীর ভাগ্য পরীক্ষা আজ, চলছে শেষ দফার ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সপ্তম দফায় ভোট গ্রহণের মাধ্যমে আজ শনিবার (১লা জুন) শেষ হতে চলেছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। এই পর্বে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে নয়টি লোকসভা আসন রয়েছে। শেষ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।

সপ্তম তথা শেষ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে বিহারের আটটি, হিমাচল প্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, ওড়িশার ছয়টি, পাঞ্জাবের ১৩টি, উত্তর প্রদেশের ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি ও চণ্ডীগড়ের একটি আসন। এদিন পঞ্জাব ও হিমাচল প্রদেশের সব আসনেই ভোটগ্রহণ চলছে।

এদিকে, শেষ দফায় আরো বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডলে লেখেন, আজ শেষ দফার লোকসভা নির্বাচন। আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমার আশা, যুব সম্প্রদায় ও নারী ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন, সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরো সমৃদ্ধ ও প্রতিনিধিত্বমূলক করে তুলি।

আরো পড়ুনসামনে এলো মোদির ধ্যানের ভিডিও

সপ্তম দফায় ৫৭ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৭। বলা হচ্ছে জনতার দরবারে নরেন্দ্র মোদীর ‘ভাগ্য পরীক্ষা’ এই দফাতেই। এই নিয়ে তৃতীয়বার উত্তর প্রদেশের বারাণসি আসনে লড়তে নেমেছেন তিনি।

বিজেপির অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত (মণ্ডী আসন), অনুরাগ ঠাকুর (হামিরপুর আসন), রবিশঙ্কর প্রসাদ (পাটনা সাহিব আসন)। কংগ্রেসের টিকিটে লড়ছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী (জালন্ধর আসন) ও সাবেক দুই কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা (কাংড়া আসন) ও মণীশ তিওয়ারি (চণ্ডীগড় আসন)।

সূত্র: এনডিটিভি

এসি/ আই.কে.জে/


ভোটগ্রহণ মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন