ছবি: সংগৃহীত
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকায় গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। মঙ্গলবার (২৬শে নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বরিশালের উদ্যোগে এই কর্মসূচি হয়।
এসময় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তৃতা দেন, সনাতনী জাগরণ জোট নেতা মানষ ঘড়াল, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
আরও পড়ুন: চিন্ময় কৃষ্ণকে পাঠানো হলো কারাগারে
এসময় বক্তারা বলেন, হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদ করেছিলেন। তার বিরুদ্ধেই এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করা হচ্ছে। এসব মিথ্যা অভিযোগে তাকে রাজধানী থেকে গ্রেফতার করার মতো যে ঘটনা ঘটলো আমরা তার প্রতিবাদ জানাই। অবিলম্বে তার মুক্তি কামনা করছি।
উল্লেখ্য, গত ৩০শে অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
সোমবার (২৫শে নভেম্বর) বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।
এসি/কেবি