শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

আঙুর চাষে সফল হয়েছেন গাজীপুরের সবুজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

লতানো গাছের মাচায় থোকায় থোকায় ঝুলছে রসালো ফল সবুজ আঙুর। চারদিকে বাঁশ আর নেটের বেড়ায় ফলে ফলে ছেয়ে গেছে পুরো বাগান। দেশের মাটিতে এত সুন্দর আঙুরের বাগান, যে কেউ দেখলেই অভিভূত হবেন। এই ফলটি ভিনদেশি হলেও বহুকাল ধরে এ দেশের মানুষের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছে এই টসটসে রসে ভরা আঙুর।

কিন্তু পর্যাপ্ত চাহিদা থাকলেও নেই দেশে এর তেমন চাষাবাদ। তাইতো চড়া দামে কিনতে হয় এই পচনশীল দামি ফল। দেশে এর চাহিদা মেটাতে এমন উদ্যোগ নিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার সবুজ নামে এক যুবক।

তার বাগানে প্রবেশ করতেই দেখা যায়, লতায় পেঁচানো গেট সদৃশ মাচার ভেতর দিয়েই ঝুলছে আঙুর। এমন সফলতা দেখতে উদ্যোক্তা, চাষিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন ভিড় করছেন তার বাগানে।

ইউটিউবে একজন ব্যক্তির আঙুর চাষের সফলতার ভিডিও দেখে উৎসাহিত হন সবুজ। তারপর সেই অনুযায়ী তিনি গাছ রোপণ ও চাষাবাদ শুরু করেন। তিনি চান দেশের যুবকরা যদি এই বিদেশি ফল চাষে উৎসাহিত হন তাহলে নিজেদের আমদানি নির্ভরতা কমবে।

আরো পড়ুন: রাজবাড়ীতে লিচুর বাম্পার ফলন, লাভবান হয়ে খুশি চাষিরা

অন্যান্য ফল-ফসলের মতো বিদেশি আঙুর চাষেও সফল হওয়া যায়—এটি প্রমাণ করেছেন যুবক সবুজ। তাকে দেখে অনেক চাষি উৎসাহিত হবেন। আঙুরের মতো একটি বিশেষ ফলের চাহিদা মিটবে অদূর ভবিষ্যতে।

মাচায় আঙুর চাষ দেখে অভিভূত এলাকাবাসী। তারা জানান, উদ্বুদ্ধ হওয়ার মতো একজন সফল চাষি হিসেবে সবুজ তার স্বাক্ষর রেখেছে। কমলা, আম, পেঁপেসহ নানা জাতের ফলের মধ্যে আঙুরের চাষ ব্যতিক্রম। এটি সবুজের ফল বাগানের সৌন্দর্য ও সফলতার প্রকাশ ঘটিয়েছে।

শ্রীপুরের মাটি আঙুর চাষের জন্য উপযুক্ত। প্রাথমিকভাবে তা করে দেখিয়েছেন সবুজ। সার ব্যবস্থাপনা ও ওষুধ প্রয়োগের ব্যাপারে নানাভাবে তাকে পরামর্শ দিচ্ছেন কৃষিবিদরা। সবুজকে দেখে অন্য চাষিরাও আঙুর চাষে সফল হবেন।

এসি/ আই.কে.জে/

গাজীপুর বিদেশি আঙুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250