শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সুখবর

১১৬ দিন পদ শূন্য থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপ-উপাচার্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সোমবার (২রা ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের উপসচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী ৪ বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাদের এ দুই পদে নিয়োগ দেন।

আরো পড়ুন : এসএসসির ফরম পূরণ শুরু : ফিসহ সব তথ্য জেনে নিন

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১১ (ক) (১) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২(১) ধারা অনুযায়ী যথাক্রমে তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া তাদেরকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ই আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। নতুন নিয়োগ পাওয়া উপ-উপাচার্য ড. এয়াকুব আলী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

আবির/এস/কেবি 

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন