ছবি: সংগৃহীত
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছেন ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আহমেদ শরীফ। এমন খবরই শোনা যাচ্ছে ঢালিউডপাড়ায়। গণমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি স্বীকার বা নাকচ—কোনোটাই করেননি তিনি। জানান, একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে খবরটি জানাবেন তিনি।
আহমেদ শরীফ গণমাধ্যমে বলেন, ‘সম্প্রতি এক আড্ডায় নির্বাচন নিয়ে আমি কিছু কথা বলেছি। তবে তা করব নাকি করব না, তা এখন বলতে পারছি না। এমন কিছু এলে সব মিডিয়াকে ডেকে বিষয়টি জানাব। সময় হলেই সব জানা যাবে।’
এদিকে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তার। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। আহমেদ শরীফ বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’
চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরে তিনি আরও দুবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আহমেদ শরীফের নির্বাচনের এ খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। অভিনয় জীবন ও দেশ ছেড়ে পরিবারসহ তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই তার স্থায়ী বসবাস। মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই কিংবদন্তি অভিনেতা।
প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা খলনায়ক হিসেবে বিশেষভাবে সফল হলেও বিভিন্ন ছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
খবরটি শেয়ার করুন