বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০ *** প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

২৮শে নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে পিডিবি কর্মকর্তাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ২৮শে নভেম্বরের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সব কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৩ই নভেম্বর) পিডিবির সচিব সেলিম রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা গেছে এ তথ্য।

আদেশে বলা হয়ে, কর্মচারীদের আগামী ২৮শে নভেম্বরের মধ্যে স্ব-স্ব দপ্তর প্রধানদের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব বরাবর সম্পদ বিবরণী পাঠাতে হবে।

প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ২২শে সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশ দেয় যে, সব সরকারি কর্মচারীর অর্জিত সম্পদ বিবরণী ৩০শে নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে দাখিল করতে হবে। সে লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা এবং কর্মচারীদের অর্জিত সম্পদ বিবরণী নির্ধারিত ফর্মে আগামী ১৫ই নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব-স্ব দপ্তর প্রধানের কাছে দাখিল করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে দাবি উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। অন্তবর্তী সরকারও বিষয়টি আমলে নিয়ে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করে। এর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা কমে আসবে বলে মনে করা হচ্ছে।

পিডিবির মুখপাত্র পরিচালক (জনসংযোগ) শামীম আহসান গণমাধ্যমকে বলেন, বিগত সরকারের সময়ও পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা একবার সম্পদের হিসাব দিয়েছিলেন। এবার আবারও আমাদের কাছে হিসাব চাওয়া হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই হিসাব জমা দিতে পারবো বলে আশা করছি।

ওআ/কেবি


পিডিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250