বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলে কখন থেকে কার্যকর হবে—প্রশ্ন প্রধান বিচারপতির *** শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’ *** ২৮ তারিখ নয়, রাকসুর ভোট গ্রহণ ২৫শে সেপ্টেম্বর *** গাজা যুদ্ধের কভারেজ নিয়ে ক্ষুব্ধ সাংবাদিক ঘোষণা দিয়ে রয়টার্স ছাড়লেন *** ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ *** জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন *** পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত ‘র’–এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা *** বেসরকারি খাতে যাচ্ছে নগদ, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি: গভর্নর *** নেপালের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ *** চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে তিন উপদেষ্টার নির্দেশ

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী নওগাঁয়

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী গ্রামের জামিল হোসেনের বিয়ে। ছবি: সংগৃহীত

ভাষা, সংস্কৃতি আর দেশের ব্যবধান—সবকিছুই হার মানল ভালোবাসার কাছে। মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম পাড়ি দিয়েছেন হাজার মাইল পথ, বাংলাদেশে এসেছেন প্রেমিক জামিল হোসেনের হাত ধরে।

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী গ্রামের ছেলে জামিল হোসেন। মালয়েশিয়ায় প্রবাসজীবনের সময় তার সঙ্গে পরিচয় হয় নাজিয়ার। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে, এরপর প্রেমে। একসময় দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়াতেই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

তবে প্রেমের এ জয়গাথার আরেকটি নতুন অধ্যায় যোগ হলো শুক্রবার (৪ঠা জুলাই)। জামিলের নিজের গ্রামে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় তাদের বিবাহের অনুষ্ঠান। আগের দিন বৃহস্পতিবার (৩রা জুলাই) রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদের আয়োজন।

জানতে চাইলে জামিল হোসেন জানান, ২০১৭ সালে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে জহুরবারুর মোয়ার থানার এক ফার্নিচারের দোকানে চাকরি করতেন। পাশে একটি শপিং মলে নিয়মিত যাতায়াতের সময় নাজিয়ার সঙ্গে পরিচয়। সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে। পরে নাজিয়া তার পরিবারকে বিষয়টি জানালে শুরুতে আপত্তি থাকলেও শেষমেশ দুই পরিবার সম্মত হয়। মালয়েশিয়াতেই তারা বিয়ে করেন। এরপর ৩০শে জুন বাংলাদেশে আসেন এবং এখানেও ইসলামি রীতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, ‘জামিলকে আমি মন থেকে ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। জামিলের পরিবার আমাকে মেয়ের মতো আপন করে নিয়েছে। গ্রামের মানুষজন এত আন্তরিক—ভাবতেই পারিনি এত ভালোবাসা পাব।’ তিনি জানান, এখানকার খাবারও তার ভীষণ পছন্দ হয়েছে।

জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘বউমার ব্যবহার ভালো। সে খুব সহজেই পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে। নানা কাজে সবার পাশে দাঁড়ায়। মানুষ তাকে দেখতে আসছে, প্রশংসাও করছে।’

এদিকে নাজিয়াকে একনজর দেখতে শুধু পাশের গ্রাম নয়, আশপাশের উপজেলা এমনকি দূরদূরান্ত থেকেও ছুটে আসছেন মানুষ। কৌতূহলী লোকজন বলছেন, টিভি বা ফেসবুকে বিদেশি বউয়ের খবর দেখেছেন, কিন্তু এবার তা বাস্তবে দেখার সুযোগ হলো। নববধূকে দেখতে বাড়ির আঙিনা এখন যেন এক উৎসবমুখর মেলায় পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, ‘আমাদের এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। অনেকেই এখন শুধু দেখতে না, ছবি তুলতেও আসছেন। মনে হচ্ছে, সিনেমার গল্প বাস্তব হয়ে গেছে।’

মালয়েশিয়ান তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন