মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়ারীতে জনপ্রতিরোধে বাঁচল কিশোরের প্রাণ *** মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি, বিএনপির কারো নয়: মির্জা আব্বাস *** লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: মির্জা ফখরুল *** ফিল্ম ফেডারেশনের সভাপতি মসিহউদ্দিন শাকের *** এ সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল *** আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ সৌদি আরবের *** ৩৫ শতাংশ শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ *** পাকিস্তানে ইমরান খানের দলের ভাগ্য নির্ধারণ ৯০ দিন পর! *** গণ-অভ্যুত্থানে নারীদের অবদানকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি: আলী রীয়াজ *** দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি, দাবি প্রেস উইংয়ের

ইউটিউব মনিটাইজেশন : কত সাবস্ক্রাইবার হলে টাকা আসে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউটিউব এক বিরাট প্ল্যাটফর্ম, যেখানে আজকাল কনটেন্ট বানিয়ে মানুষ লক্ষাধিক টাকা আয় করে। গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। যারা নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের বলা হয় কনটেন্ট ক্রিয়েটর। এই ভিডিও ক্রিয়েটরদের আয়ের সুযোগ দেয় ইউটিউব। যাকে বলা হয় মনিটাইজেশন। অর্থাৎ ইউটিউবের ভিডিওতে যে বিজ্ঞাপন দেখানো হয় তার একটা অংশ পান কনটেন্ট ক্রিয়েটর। 

ইউটিউবে নানা নতুন ফিচার আসতেই থাকে। বদলাতে থাকে নিয়ম। প্রত্যেক দিন আপডেট হতেই থাকে পলিসি। যদি আপনি ইউটিউব থেকে টাকা রোজগার করতে চান, আপনিও পারবেন। শুধু মাথায় রাখতে হবে কিছু বিষয়। যখন আপনার ১০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে চ্যানেলে, আপনি কাস্টম ইউআরএল ফিচার পাবেন ইউটিউব থেকে।

চ্যানেলের ৫০০ সাবস্ক্রাইবার হলে আপনি পেয়ে যাবেন কমিউনিটি ট্যাব ফিচার। ভিডিও প্রিমিয়ার ফিচার পাবেন এর পর, যাতে আপনার রেকর্ডেড কনটেন্ট দেখতে লাগবে লাইভ স্ট্রিমিংয়ের মতো।

কখন আপনার চ্যানেল থেকে আয় হবে 

আরও পড়ুন: এক চার্জে ফোন চলবে ৫০ বছর

যখন, আপনার সাবস্ক্রাইবার সংখ্যা ৫০০ পার হবে তখনই পাবেন মানিটাইজেশন ফিচার। এই ফিচারের মধ্যেই আপনি পাবেন আরও দুইটি সুবিধা। ওয়াচ পেজ অ্যাড এবং শর্টস ফিড অ্যাড। তবে, ৫০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করলেই যে টাকা আসবে, এমন কিন্তু নয়। একমাত্র বিজ্ঞাপনের মাধ্যমেই টাকা আসে।

যদি আপনার চ্যানেল ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার এর টার্গেট পূরণ করে, তাহলে গুগল অ্যাড সেন্স পার্টনার প্রোগ্রাম আপনার চ্যানেলে বিজ্ঞাপন চলার অনুমতি দেবে। প্রতি বিজ্ঞাপনের জন্য আপনি আয় করবেন। 

ইউটিউবে বেশি অর্থ উপার্জর্নের উপায়

১. দর্শকদের আকর্ষণ করে এমন উচ্চ মানের ভিডিও তৈরি করতে হবে।

২. এসইও-র জন্য নিজের ভিডিও অপ্টিমাইজ করতে হবে।

৩. সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও প্রচার করতে হবে।

৪. অন্যান্য ইউটিউবারের সঙ্গে কোল্যাবোরেট করতে হবে। 

৫. ভিউয়ারদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে হবে।

এসি/ আই.কে.জে/

ইউটিউব মনিটাইজেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন