বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ *** 'সেভেন সিস্টার্স' নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে 'ঝড়' থামছে না ভারতে *** বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে *** 'সংখ্যালঘু সদস্য হিসেবে এখন কতটা নিরাপদ' প্রশ্নে যা বললেন দেবপ্রিয় *** ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া *** ভারতের বদলে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর চীনে কেন, ব্যাখ্যা দিলেন ড. দেবপ্রিয় *** মরণোত্তর অঙ্গদানে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি চীনা *** ইউনূস-মোদির বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে

ইয়ামাহার ইলেকট্রিক সাইকেল : এক চার্জে চলবে ২০০ কিলোমিটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আপনার দৈনন্দিন যাতায়াতকে সহজ ও আরামদায়ক করে তুলতে ইয়ামাহা নিয়ে এসেছে নতুন ইলেকট্রিক সাইকেল। যা মাত্র এক চার্জে চলবে ২০০ কিলোমিটার।

ব্যাটারি ক্ষমতা ও পারফরম্যান্স

ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলে ব্যবহৃত হয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা আপনাকে সহজে যেকোনো ভ্রমণ উপভোগ করতে সহায়তা করবে। PW-সিরিজের শক্তিশালী মোটর রয়েছে এই সাইকেলে। যা ২৫০ ওয়াট থেকে ৮০০ ওয়াট পর্যন্ত পাওয়ার প্রদান করতে পারে। এতে যুক্ত হয়েছে এমন ব্যাটারি যা মাত্র ৩ থেকে ৬ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়, ফলে দীর্ঘ পথ চলার সময় চার্জ নিয়ে ভাবতে হবে না।

Yamaha Electric Cycle-এর দুর্দান্ত রেঞ্জ

Yamaha Electric Cycle-এর রেঞ্জ ৪০ কিমি থেকে ২০০ কিমি পর্যন্ত হতে পারে। যা ব্যাটারির আকার ও ক্ষমতার উপর নির্ভর করে। এই বৈশিষ্ট্যটি নিশ্চিত করে যে আপনাকে দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য কোনো ধরনের তেল বা গ্যাসোলিনের উপর নির্ভর করতে হবে না, বরং একবারের চার্জেই লম্বা পথ যাওয়া সম্ভব। 

আরো পড়ুন : কেন বজ্রপাতের সময় ফোন ব্যবহারে নিষেধ করা হয়?

অতিরিক্ত ফিচারসমূহ 

এই ইলেকট্রিক সাইকেল একটি শক্তিশালী মাউন্টেন সাইকেল হিসেবে ডিজাইন করা হয়েছে। যা কেবল শহরের মসৃণ রাস্তা নয় বরং পাহাড়ি ও দুর্গম পথেও আরামে চালানো যায়। এতে রয়েছে গিয়ার শিফট, ফ্রন্ট হেডলাইট, এবং নিরাপত্তার জন্য আধুনিক ফিচার। সাইকেলটির ফ্রেম যথেষ্ট মজবুত হওয়ায় এটি কঠিন যেকোনো জায়গায় চালানো যাবে। ইয়ামাহা তাদের এই ইলেকট্রিক সাইকেলের জন্য ৩ থেকে ৪ বছরের ওয়ারেন্টিও সরবরাহ করছে, যা ব্যবহারকারীদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য। 

সম্ভাব্য দাম ও বাজারে আসার সময়কাল

ইয়ামাহার এই ইলেকট্রিক সাইকেলটি খুব শিগগিরই বাজারে আসতে চলেছে। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ টাকা। ব্যাটারির ৩ বছরের ওয়ারেন্টি দেওয়া হবে।

এস/ আই.কে.জে



ইলেকট্রিক সাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন