বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন

এআই ফিচার এখন টিভিতে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন সব কিছুতেই এআইয়ের ছোঁয়া। এ্বইর টিভিতে এআই ফিচার যুক্ত করলো এলজি। যেখানে স্যামসাং এবং গুগল তাদের ফোনে অনেক এআই ফিচার দিয়েছে। সেখানে এলজি তাদের টিভিতে যুক্ত করেছে এআই ফিচার। এলজি এবার এআই ফিচার দিয়ে তাদের কিউনেড ৮৩ টিভি সিরিজ চালু করেছে।

সংস্থার এই নতুন টিভিতে একটি নতুন ডিসপ্লে প্যানেল রয়েছে, যা কোয়ান্টাম ডট এবং ন্যানো-সেল প্রযুক্তির সঙ্গে বাজারে এসেছে। এলজির নতুন টিভি ৪কে রেজোলিউশনে আনা হয়েছে। টিভিতে ১২০ হার্জ রিফ্রেশ হার সাপোর্ট করে। এতে ডলবি ভিশন সাপোর্ট করে। কোম্পানি দুটি স্ক্রিন সাইজে এই টিভিটি লঞ্চ করেছে।

আরো পড়ুন : চ্যাটজিপিটি দিয়ে বই লিখে পুরস্কার পেলেন তরুণী

কোয়ান্টাম ডট ন্যানো সেল ডিসপ্লে প্যানেল সহ এই টিভিগুলো ব্র্যান্ডের প্রিমিয়াম ডিভাইস। ব্র্যান্ডটি সিইএস ২০২৪-এ সামনে আনা হয়েছিল। এলজি কিউনেড ৮৩ টিভি ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চির স্ক্রিন সাইজে কিনতে পারবেন। উভয় টিভিতেই আপনি ৪কে রেজোলিউশন সহ একটি প্যানেল পাবেন, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

এই টিভিগুলোতে আলফা-৭ জেন৬ এআই প্রসেসর পাবেন। মাল্টি-ভিউ ফিচার সাপোর্ট করে এই টিভিতে। এই টিভিটি ওয়েব ওএসে কাজ করে। টিভিতে নেটফ্লিক্স, ডিজনি, হটস্টারসহ ওটিটি প্ল্যাটফর্মগুলো পেয়ে যাবেন।

দুটি ভিন্ন সাইজের স্ক্রিনে বাজারে এসেছে টিভিটি। এর ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজের মডেলটির দাম ভারতীয় মুদ্রায় ১ লাখ ৫৯ হাজার রুপি। অন্যদিকে ৬৫-ইঞ্চি ভ্যারিয়েন্টটির দাম ২ লাখ ১৯ হাজার ৯৯০ রুপি। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন টিভিটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/এসি

টিভি ফিচার এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250