সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এআই ফিচার এখন টিভিতে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন সব কিছুতেই এআইয়ের ছোঁয়া। এ্বইর টিভিতে এআই ফিচার যুক্ত করলো এলজি। যেখানে স্যামসাং এবং গুগল তাদের ফোনে অনেক এআই ফিচার দিয়েছে। সেখানে এলজি তাদের টিভিতে যুক্ত করেছে এআই ফিচার। এলজি এবার এআই ফিচার দিয়ে তাদের কিউনেড ৮৩ টিভি সিরিজ চালু করেছে।

সংস্থার এই নতুন টিভিতে একটি নতুন ডিসপ্লে প্যানেল রয়েছে, যা কোয়ান্টাম ডট এবং ন্যানো-সেল প্রযুক্তির সঙ্গে বাজারে এসেছে। এলজির নতুন টিভি ৪কে রেজোলিউশনে আনা হয়েছে। টিভিতে ১২০ হার্জ রিফ্রেশ হার সাপোর্ট করে। এতে ডলবি ভিশন সাপোর্ট করে। কোম্পানি দুটি স্ক্রিন সাইজে এই টিভিটি লঞ্চ করেছে।

আরো পড়ুন : চ্যাটজিপিটি দিয়ে বই লিখে পুরস্কার পেলেন তরুণী

কোয়ান্টাম ডট ন্যানো সেল ডিসপ্লে প্যানেল সহ এই টিভিগুলো ব্র্যান্ডের প্রিমিয়াম ডিভাইস। ব্র্যান্ডটি সিইএস ২০২৪-এ সামনে আনা হয়েছিল। এলজি কিউনেড ৮৩ টিভি ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চির স্ক্রিন সাইজে কিনতে পারবেন। উভয় টিভিতেই আপনি ৪কে রেজোলিউশন সহ একটি প্যানেল পাবেন, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

এই টিভিগুলোতে আলফা-৭ জেন৬ এআই প্রসেসর পাবেন। মাল্টি-ভিউ ফিচার সাপোর্ট করে এই টিভিতে। এই টিভিটি ওয়েব ওএসে কাজ করে। টিভিতে নেটফ্লিক্স, ডিজনি, হটস্টারসহ ওটিটি প্ল্যাটফর্মগুলো পেয়ে যাবেন।

দুটি ভিন্ন সাইজের স্ক্রিনে বাজারে এসেছে টিভিটি। এর ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজের মডেলটির দাম ভারতীয় মুদ্রায় ১ লাখ ৫৯ হাজার রুপি। অন্যদিকে ৬৫-ইঞ্চি ভ্যারিয়েন্টটির দাম ২ লাখ ১৯ হাজার ৯৯০ রুপি। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন টিভিটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/এসি

টিভি ফিচার এআই

খবরটি শেয়ার করুন