শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

এআই ফিচার এখন টিভিতে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন সব কিছুতেই এআইয়ের ছোঁয়া। এ্বইর টিভিতে এআই ফিচার যুক্ত করলো এলজি। যেখানে স্যামসাং এবং গুগল তাদের ফোনে অনেক এআই ফিচার দিয়েছে। সেখানে এলজি তাদের টিভিতে যুক্ত করেছে এআই ফিচার। এলজি এবার এআই ফিচার দিয়ে তাদের কিউনেড ৮৩ টিভি সিরিজ চালু করেছে।

সংস্থার এই নতুন টিভিতে একটি নতুন ডিসপ্লে প্যানেল রয়েছে, যা কোয়ান্টাম ডট এবং ন্যানো-সেল প্রযুক্তির সঙ্গে বাজারে এসেছে। এলজির নতুন টিভি ৪কে রেজোলিউশনে আনা হয়েছে। টিভিতে ১২০ হার্জ রিফ্রেশ হার সাপোর্ট করে। এতে ডলবি ভিশন সাপোর্ট করে। কোম্পানি দুটি স্ক্রিন সাইজে এই টিভিটি লঞ্চ করেছে।

আরো পড়ুন : চ্যাটজিপিটি দিয়ে বই লিখে পুরস্কার পেলেন তরুণী

কোয়ান্টাম ডট ন্যানো সেল ডিসপ্লে প্যানেল সহ এই টিভিগুলো ব্র্যান্ডের প্রিমিয়াম ডিভাইস। ব্র্যান্ডটি সিইএস ২০২৪-এ সামনে আনা হয়েছিল। এলজি কিউনেড ৮৩ টিভি ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চির স্ক্রিন সাইজে কিনতে পারবেন। উভয় টিভিতেই আপনি ৪কে রেজোলিউশন সহ একটি প্যানেল পাবেন, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

এই টিভিগুলোতে আলফা-৭ জেন৬ এআই প্রসেসর পাবেন। মাল্টি-ভিউ ফিচার সাপোর্ট করে এই টিভিতে। এই টিভিটি ওয়েব ওএসে কাজ করে। টিভিতে নেটফ্লিক্স, ডিজনি, হটস্টারসহ ওটিটি প্ল্যাটফর্মগুলো পেয়ে যাবেন।

দুটি ভিন্ন সাইজের স্ক্রিনে বাজারে এসেছে টিভিটি। এর ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজের মডেলটির দাম ভারতীয় মুদ্রায় ১ লাখ ৫৯ হাজার রুপি। অন্যদিকে ৬৫-ইঞ্চি ভ্যারিয়েন্টটির দাম ২ লাখ ১৯ হাজার ৯৯০ রুপি। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন টিভিটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/এসি

টিভি ফিচার এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250