বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

অবশেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে গেল ভুটানের পণ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানের ট্রানশিপমেন্টের পণ্য পাঠানোর অনুমোদন দিয়েছে ভারত। আজ সোমবার (১লা ডিসেম্বর) দুপুরে ভারতের অনুমোদন পাওয়ার পর বিকেলেই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে কন্টেইনারবাহী ট্রাকটি ভুটানের উদ্দেশে ছেড়ে গেছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ভারতের অনুমোদন না থাকায় গত শুক্রবার থেকে বুড়িমারী বন্দরে আটকে ছিল ভুটানের ট্রানশিপমেন্টের পরীক্ষামূলক চালানটি। এই চালান থাইল্যান্ড থেকে জাহাজে করে আনা হয়েছিল। আজ অনুমোদন পাওয়ায় বিকেল ৫টার দিকে কাস্টমসের প্রক্রিয়া শেষে ট্রাকটি ভুটানের উদ্দেশে বাংলাদেশ থেকে ছেড়ে গেছে।

বুড়িমারী কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট সূত্র জানায়, ভারতের কলকাতা কাস্টমস বিভাগ সোমবার বিকেলে চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষকে ভুটানের আমদানি করা থাই পণ্যের ট্রানশিপমেন্ট চালান সড়কপথে নেওয়ার অনুমতিপত্র পাঠায়।

অনুমতি পাওয়ার বিষয়টি চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে জানায়। উভয় দেশের কাস্টমস কর্তৃপক্ষ অনুমতির কাগজপত্র দেখে। 

এর পর বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান বেনকো লিমিটেডের সহায়তায় বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখা থেকে কার্গো গাড়িতে আনা ট্রানশিপমেন্ট চালানের কনটেইনার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পাঠানো হয়। 

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনকো লিমিটেডের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, ‘ভারত ও ভুটানের সরকারি ছুটির কারণে ট্রানশিপমেন্ট পণ্যের চালান নেওয়ার অনুমতি পেতে দেরি হয়। তাছাড়া বাণিজ্যসচিব পর্যায়ের চুক্তিতে সম্ভবত বুড়িমারী স্থলবন্দর রুট উল্লেখ করা নিয়ে সমস্যা ছিল। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয় ভারতীয় কাস্টমস।’

বুড়িমারী স্থলবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250