বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

রাজধানীতে ৩ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার (১৬ই এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এরই মধ্যে শেষ বিকেলে হঠাৎ নামা বৃষ্টিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

সকাল ১০টার কিছু পর শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। সড়কে থেকে তারা জোহরের নামাজ আদায় করেন।

সকালে ছিল ঝলমলে আকাশ। গরমও কম ছিল না। তবে দুপুরের পর থেকেই রাজধানীর আকাশে মেঘ জমতে শুরু করে। বুধবার বেলা তিনটা থেকেই শুরু হয় বৃষ্টি। যখন এ প্রতিবেদন লেখা হচ্ছে সন্ধ্যা পৌনে সাতটার দিকে, বৃষ্টি তখনো ঝরছে। এ বৃষ্টিতে রাজধানীর নানা স্থানে জমে গেছে পানি। তাতে বিশেষ করে অফিসফেরত মানুষেরা পড়েছেন বিপাকে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ৩ ঘণ্টায় রাজধানীতে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ হিসাব বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বৃষ্টি এরপরও হয়েছে, হচ্ছে। আর শুধু রাজধানীতে নয়, বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

আজ যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আজ রাজধানীতে যতটা বৃষ্টি হয়েছে, তা ছিল এ মাসে রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টি, এমনটাই বললেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

এইচ.এস/

বৃষ্টিপাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250