প্রতীকী ছবি
জামাকাপড় ধুয়ে পরিষ্কার করার ওয়াশিং মেশিনই চিনত মানুষ, যা শুধু জামাকাপড় ধোয়। তবে এবার এমন একটি মেশিন তৈরি করা হয়েছে যা মানুষকেই ধুয়ে দিতে পারে। মানুষের জন্য ডিজাইন করা এই অনন্য যন্ত্রটি মাত্র ১৫ মিনিটে তার কাজ শেষ করতে পারে, অর্থাৎ এটি একজন মানুষকে ধুয়ে, তার ভেজা শরীর শুকিয়েও দিতে পারে। জাপানের একটি কোম্পানি মানুষের জন্য এই অত্যাধুনিক প্রযুক্তির ওয়াশিং মেশিন তৈরি করেছে।
তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত সেই ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকে পড়তে পারবেন আস্ত একজন মানুষ। তারপর তাকে গোসল করিয়ে, গা-হাত-পা ঘষে পরিষ্কার করিয়ে, এমনকি শুকনো করে গা মুছিয়ে তবে বের করবে যন্ত্র। শুধু তা-ই নয়, সেই মানুষটির ত্বকের ধরন বুঝে সেই মতো ময়েশ্চারাইজার দিয়ে তার ত্বকের যত্নআত্তিও করে দেবে। যন্ত্রটির জাপানি নাম ‘মিরাই নিনজেন সেন্টাকুকি’। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর আগামী বছর সেটি প্রকাশ্যে আনবে বলে জানিয়েছে সেই কোম্পানি।
কীভাবে মানুষকে গোসল করাবে যন্ত্র?
প্রথমে যন্ত্রটির অর্ধেকটা হালকা গরম পানি দিয়ে ভর্তি করা হবে। তারপর যিনি গোসল করবেন তাকে ঢুকিয়ে দরজা বন্ধ করা হবে।
অনেকটা বাথটাবে গোসল করার মতো সেই মানুষটি তার জন্য নির্দিষ্ট জায়গায় বসার পরেই পানিতে বুদবুদ খেলতে শুরু করবে। সেগুলো সাবান ও নানা রকম বডি ওয়াশ দিয়ে তৈরি হবে, যা ত্বক থেকে মৃত কোষ দূর করবে।
যন্ত্রটির ভিতর থাকবে উচ্চ গতির জেট, যা থেকে পানি বের হবে। আর থাকবে ৩ মাইক্রোমিটার পরিধির একটি পাইপ, যা থেকে পানির বুদবুদ তৈরি হবে। এমনভাবে পানি দেওয়া হবে, যাতে খুব ভালোভাবে সারা শরীর ভিজিয়ে গোসল করানো যায়।
জাপানি সংস্থাটি দাবি করেছে, যন্ত্রটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত হবে। ভিতরে যিনি গোসল করছেন তার ত্বকের ধরন কেমন, তা বুঝেই সাবান বা বডি ওয়াশ নির্বাচন করা হবে। ভিতরে বন্ধ অবস্থায় গোসল করতে তিনি ভয় পাচ্ছেন কি না অথবা কোনও রকম উদ্বেগে ভুগছেন কি না, তা বুঝে পানির গতি নির্ধারণ করা হবে। যন্ত্রের ভিতরে আরামদায়ক পরিবেশ তৈরির নানা ব্যবস্থাও থাকবে।
গোসল করানো শুধু নয়, সঠিক ময়েশ্চারাইজার নির্বাচন করে ভালো করে মালিশও করে দেবে এই যন্ত্র। ভিতরের মানুষটি যাতে মানসিক চাপ-শূন্য হয়ে আনন্দে গোসল করতে পারেন, তার ব্যবস্থাও নাকি থাকবে।
এই বিষয়ে চিকিৎসকরা বলেন, যে কোনো যন্ত্র নিয়ে এলেই হল না, সেটি মানুষের জন্য কতটা সুরক্ষিত তা আগে দেখতে হবে। ধরুন, যদি কারও হার্ট দুর্বল হয় অথবা হাঁপানি বা সিওপিডি-র সমস্যা থাকে, তাহলে তিনি কি ভিতরে ঢুকে উচ্চ গতির জেট পাইপে গোসল করতে পারবেন? আবার ধরা যাক, যার ক্লস্ট্রোফোবিয়া আছে, বদ্ধ জায়গায় দমবন্ধ হয়ে আসে, তার পক্ষেও এমন যন্ত্রের ভিতর ঢুকে গোসল করা প্রায় অসম্ভব। তাই সেটি সকলের জন্য ভালো না-ও হতে পারে।”
চিকিৎসকের মত, যন্ত্র যদি বিগড়ে যায় এবং ভিতরে যিনি আছেন তিনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে তা ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়াবে। মানুষ দিন দিন যন্ত্রনির্ভর হয়ে পড়ছে। যে কোনো কাজেই এখন যন্ত্র চাই। গোসলও যদি যন্ত্রই করিয়ে দেয়, তাহলে কর্মক্ষমতা দিন দিন লোপ পাবে।
ওআ/ আই.কে.জে/