শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন *** খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ও ডিএমপির কমিশনার *** আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে *** তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন সৈয়দা রিজওয়ানা *** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি

ডাকোটা জনসনের যত ভবিষ্যৎ পরিকল্পনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ডাকোটা জনসন। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। সম্প্রতি এ তারকা কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম সংস্করণে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। যেখানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও পছন্দের চরিত্র নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। অভিনয়ের পাশাপাশি শোবিজে নিজের আর কী কী পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, সেসব খোলাসা করেন ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এ তারকা।

৩৫ বছর বয়সী ডাকোটা জানান, তিনি খুব শিগগিরই একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে চান। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সিনেমাটি তার প্রযোজনা সংস্থা ‘টি টাইম’-এর ব্যানারে নির্মাণ করা হবে। যার গল্প হবে নারীকেন্দ্রিক। ছবিটিতে বাস্তবধর্মী ও জটিল গল্প তুলে ধরা হবে। খবর দ্য হলিউড রিপোর্টারের। 

তিনি বলেন, ‘আমি মনে করি, খুব শিগগিরই আমি একটি সিনেমা পরিচালনা করব। এটি আমার হৃদয়ের খুব কাছাকাছি একটি বিষয়।’ অভিনেত্রী জানান, সিনেমাটিতে অভিনয় করবেন ভেনেসা বার্গহার্ড, যিনি ‘চা চা রিয়েল স্মুথ’ ছবিতে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। বার্গহার্ড একজন প্রতিবন্ধী অভিনেত্রী এবং এ চরিত্রে বার্গহার্ড ছাড়া অন্য কাউকে কল্পনাই করছেন না বলে জানান এ হলিউড তারকা।

নারীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দিয়ে জনসন বলেন, ‘এ ধরনের সিনেমায় নারী চরিত্রগুলো বাস্তব হয়ে থাকে। এমনকি কখনো তারা অ্যান্টি-হিরোও হতে পারে। তারা এতটা প্রভাব ফেলে যে, সিনেমায় এ চরিত্রগুলো রাগান্বিত বা কঠিন কিছু করলেও দর্শক তাদের ভালোবেসে ফেলেন।’ এ ছাড়া এখন থেকে নিরাপদ ও পেশাদার পরিবেশে কাজ করতে চান উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমি আর বিষাক্ত সেটে সময় নষ্ট করতে চাই না।’

ইন্ডাস্ট্রিতে প্রযোজক হিসেবে তিনি কেমন চিন্তাধারা পোষণ করেন- সে সম্পর্কে জনসন বলেন, ‘আমার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ছবিতে কে বা কারা যুক্ত হবেন, সেটা আমি নির্ধারণ করব। যেন একটি সুস্থ কর্মপরিবেশ বজায় থাকে। এ ছাড়া ছবির সফলতা বলতে কেবল বক্স অফিস নয়, যখন কেউ এসে বলবে যে, ছবিটি তাদের ভালো লেগেছে, সেটাই তখন আমার কাছে হবে সফলতা।’

হলিউড ডাকোটা জনসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250