শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

ভবন নির্মাণে নিরাপত্তার বিষয়ে রিহ্যাবের কড়া বার্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায়ই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভবন নির্মাণের সময় দুর্ঘটনায় শ্রমিক, পথচারীর মৃত্যুর ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ভবন নির্মাণের সময় সর্বোচ্চ নিরাপত্তা ও সাবধানতা অবলম্বন করতে কড়া নির্দেশনা দিয়ছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রোববার (২রা জুন) রাতে রিহ্যাবের জনসংযোগ বিভাগ থেকে এমন ছয় নির্দেশনার কথা বলা হয়েছে। যেখানে ভবন নির্মাণ করতে হলে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যাবে তা বলা হয়েছে।

এতে বলা হয়, রিহ্যাবের সদস্যবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, যথাযথ নিয়ম পালন না করার জন্য এবং অবহেলাজনিত কারণে কন্ট্রাকশন সাইটে শ্রমিকরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন। এমতাবস্থায় আপনাদের আওতাধীন প্রত্যেকটি প্রকল্পের কন্সট্রাকশন সাইটে সকল নিরাপত্তার বিষয়কে অতীব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সে অনুযায়ী কন্সট্রাকশন কাজ পরিচালনা করার অনুরোধ করছি।

এতে আরো বলা হয়- কর্তৃপক্ষের অবহেলা বা গাফিলতির কারণে যেন কোন অনাকাঙ্খিত দুর্ঘটনা না ঘটে এবং কোনো ডেভেলপার প্রতিষ্ঠান যেন কোনো সমস্যার পরিস্থিতির মুখে না পড়ে, সেদিকে আন্তরিকতার সঙ্গে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

আরো পড়ুন: দেশে সব ধরনের পণ্যই নকল হচ্ছে, তথ্য দিলে ব্যবস্থা নেব : ভোক্তার ডিজি

নির্মাণের সময়ে নির্মাণ কাজে সর্বোচ্চ নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য নিম্নলিখিত কিছু পদক্ষেপ প্রণয়ন করা জরুরি।

০১. নির্মাণের সময়ে ভবনের উপর থেকে কোন ভারি সামগ্রী পড়ে যেন পার্শ্ববর্তী কোনো ব্যক্তি/সম্পদের ক্ষতি না হয় সেজন্য সেফটি হ্রাস ও সেফটি নেট ব্যবহার করা জরুরি।

০২. নির্মাণ সাইটের চারপাশে নিরাপত্তা বেষ্টনী প্রদান করতে হবে।

০৩. শ্রমিকদের নিরাপত্তা প্রশিক্ষণ নিশ্চিত করা এবং নিয়মিত সেশনের আয়োজন করা জরুরি।

০৪. কনস্ট্রাকশন সাইটগুলো নিয়মিত পরিদর্শন করা ও নিরাপত্তা মানদণ্ডগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা।

০৫. শ্রমিকদেরকে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা এবং তাদেরকে ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা

০৬. নিরাপত্তা নীতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা এবং কোনো গাফিলতি থাকলে তা দ্রুত সমাধান করা।

এসি/ আই.কে.জে/

রিহ্যাব ভবন নির্মাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন