শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাবার খোঁজে ভারতে যাচ্ছেন এমপি আনারের মেয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে গিয়ে নিখোঁজের ছয় দিনেও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ মেলেনি। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক নেতা–কর্মীরা। 

এদিকে বাবার খোঁজে ভারতে যেতে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন সোমবার (২০শে মে) ভিসার জন্য ভারতীয় দূতাবাসে কাগজপত্র জমা দিয়েছেন। আশা করছেন, মঙ্গলবার (২১শে মে) ভিসা পেতে পারেন। ভিসা পেলেই বাবার খোঁজে ভারত রওনা দেবেন।

এমপি আনার কোথায় আছেন, কেমন আছেন তা জানার জন্য সোমবার (২০শে মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ শহরের ভূষণ রোডে সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে অসংখ্য নেতা-কর্মী ভিড় জমান। বিভিন্ন স্থানে এমপির সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা। স্বজনরা ছাড়াও কাঁদছেন নেতাকর্মীরা। 

মুমতারিন ফেরদৌস ডরিন সোমবার (২০শে মে) রাতে গণমাধ্যমকে জানান, এখনও বাবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা কলকাতা যাওয়ার চেষ্টা করছি। ভিসা এবং কাগজপত্র প্রস্তুত হলেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি দেখছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন।

আরো পড়ুন: মাথাপিছু আয় বেড়ে ২৭৮৪ মার্কিন ডলার

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ গণমাধ্যমকে বলেন, গত ১২ই মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারত যান এমপি আনার। সেখানে তিনি পশ্চিমবঙ্গের বিধাননগর এলাকায় বন্ধু গোপালের বাড়িতে ওঠেন। ১৩ ও ১৪ই মে পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় সংসদ সদস্যের। তার পরদিন থেকে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। 

তিনি আরও বলেন, স্পিকারের মাধ্যমে দ্রুত ভিসা পাওয়ার জন্য ইন্ডিয়ান হাইকমিশনে আবেদন করেছি। দ্রুত ভিসা পেলে আমি এবং তার মেয়ে ভারতের উদ্দেশে রওনা হব।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ গণমাধ্যমকে বলেন,‘পাঁচ দিন পার হয়ে গেল এমপির কোনো খবর পাচ্ছি না ভাই, কোথায় গেল, কী করছে, বেঁচে আছে কি—এসব চিন্তাই ঘুরপাক খাচ্ছে। ইন্ডিয়া তো ছোট দেশ না। কোথায় কী হলো বুঝতে পারছি না। আপনারা সবাই দোয়া করেন আমাদের এমপি যেন সুস্থ শরীরে ফিরে আসেন’।

আনারের সন্ধান চেয়ে তার ভারতীয় বন্ধু কলকাতা নিউটাউন এলাকার গোপাল বিশ্বাস বরানগর থানায় নিখোঁজের ডায়েরি করেছেন। ভারতের পুলিশ জিডির তদন্ত করছে। তারাও কিছু জানাতে পারেনি।

ব্যারাকপুর পুলিশের ডেপুটি কমিশনার অনুপম সিং স্থানীয় গণমাধ্যমকে বলেন, মিসিং ডায়েরি যেভাবে তদন্ত হয়, সেভাবেই তদন্ত চলছে। আমরা সম্পূর্ণ বিষয়টি কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসকে জানিয়েছি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার (১৯শে মে) সাংবাদিকদের জানিয়েছিলেন, সংসদ সদস্য আনার পুরনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে-শুনেই তো চলেন। পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না মিয়ানমার গেছেন, যে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন। আমাদের এনএসআই কাজ করছে। ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। 

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

এইচআ/ আই.কে.জে/

নিখোঁজ এমপি আনার

খবরটি শেয়ার করুন