শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবের টাকা যাচ্ছে বানভাসিদের কল্যাণে

‘মানুষ বাঁচলে আবার জন্মাষ্টমী উদযাপন করা যাবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি - সংগৃহীত

মানুষ মানুষের জন্য। আরও একবার যেন মানবতারই জয় হলো। বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ কয়েকটি জেলা। চরম মানবিক বিপর্যয়ে বন্যার্ত মানুষরা। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এ অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সংঘবদ্ধভাবে এগিয়ে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরাও।

কুমিল্লা : কুমিল্লায় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের ব্যয়ের টাকা বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে উৎসব উদযাপন কমিটি। বন্যা পরিস্থিতি অবনতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির আহ্বায়ক প্রদীপ সাহা। শুক্রবার (২৩শে আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কুমিল্লায় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি।

কমিটির আহ্বায়ক প্রদীপ সাহা ও সদস্যসচিব শ্যামল কৃষ্ণ সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে, কুমিল্লায় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, এবারের জন্মাষ্টমীতে কোনো প্রকার র‍্যালি করা হবে না। শুধু পূজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সর্বসম্মত সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত র‍্যালির অর্থ ব্যয় হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।

এ ব্যাপারে প্রদীপ সাহা বলেন, ‘কে হিন্দু, কে মুসলিম সেটা বুঝি না। আমরা মানুষ। মানুষ বাঁচলে আবার জন্মাষ্টমী উৎসব উদযাপন করা যাবে। এবার আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো। সে কারণে সিদ্ধান্ত হয়েছে আমাদের এবারের র‌্যালির ব্যয় ও বাড়তি ফান্ড করে আমরা বন্যার্তদের জন্য পাঠাবো।’

ভোলা : দেশে বন্যা পরিস্থিতির কারণে এ বছর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী ও অন্যান্য আয়োজনের ব্যয় সংকোচন করে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভোলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শান্ত। শুক্রবার (২৩শে আগস্ট) ভোলা পূজা উদযাপন পরিষদ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমীর আলোচনা সভায় ও কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

শান্ত বলেন, ‘দেশের বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানের ব্যয় কমিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় তহবিল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোলা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বাতিল করা হয়েছে।’ তবে ভোলার প্রতিটি মন্দিরের স্ব স্ব ব্যবস্থাপনায় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা পালন করা হবে।

বরিশাল : বন্যাদুর্গত ফেনী ও নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছে বরিশালের সব শ্রেণিপেশার মানুষ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদা তুলে বন্যাদুর্গত মানুষের জন্য পাঠাচ্ছেন।

শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু ও সাধারণ সম্পাদক আকাশ দাশ বলেন, ‘প্রতিবছর শারদীয় দুর্গোৎসব ঘিরে বড় আয়োজন থাকে আমাদের মন্দিরে। এজন্য বছরের শুরু থেকে উৎসবের জন্য অর্থ তোলা হয়। এ বছর আমরা মন্দিরের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে দুর্গোৎসবের অর্থ এবং নগরীর আরও কয়েকটি মন্দির থেকে টাকা তুলে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বন্যায় আক্রান্ত মানুষের জন্য পাঠিয়েছি।’

এ ছাড়া দেশের অন্যান্য অনেক জেলা থেকেও একইরকম খবর পাওয়া যাচ্ছে। পূজার টাকা যাচ্ছে বন্যার্তদের কাছে। এ যেন সম্প্রীতির এক নতুন বাংলাদেশ!

আই.কে.জে/  

বন্যা জন্মাষ্টমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন