শনিবার, ৩রা মে ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে কোহলি-রোহিতদের বাংলাদেশ সফর আটকে যেতে পারে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ২রা মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগস্টে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে বলে খবর দিয়েছে 'টাইমস অব ইন্ডিয়া'। ভারতের সংবাদমাধ্যমটি লিখেছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত।

আইসিসি কর্তৃক অনুমোদিত ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) সফরটি অনিশ্চিত হয়ে ওঠার পেছনে ভারত–পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার একটি সাম্প্রতিক মন্তব্যের কথা তুলে ধরা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

টাইমস অব ইন্ডিয়ার ‘আন্তসীমান্ত উত্তেজনা উপমহাদেশের ক্রিকেটসূচি ব্যাহত করতে পারে’ শিরোনামের খবরে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ এল এম ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখলের প্রস্তাব দিয়েছেন। চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর বয়কটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণকারী একটি সূত্র। প্রতিবেদনে ওই সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়, ‘সফরটি সূচির অংশ হলেও এখনো কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর না–ও হতে পারে। এমন সম্ভাবনাই বেশি।’

এইচ.এস/

ভারতীয় ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন