শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে ‘সাবা’ ও ‘২ষ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শন হবে নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। আগামী ১৪ই আগস্ট থেকে অনুষ্ঠেয় উৎসবের ফ্রম দ্য সাবকন্টিনেন্ট বিভাগে জায়গা পেয়েছে সাবা ও ২ষ।

সাবা বানিয়েছেন মাকসুদ হোসেন। এই সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান সাবা। বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানা নিয়েছেন। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ারটা পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে?

এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও সাবা মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ। ১৭ই আগস্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে প্রদর্শন হবে সাবা।

অন্যদিকে এই উৎসবে ২ষ সিরিজের দুটি প্রদর্শনী হবে। ২০শে আগস্ট প্রথম প্রদর্শনীর পর দ্বিতীয় প্রদর্শনীটি হবে ২৪শে আগস্ট। চারটি গল্প দিয়ে সাজানো হয়েছে ২ষ। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমু প্রমুখ।

এবার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন উৎসবে টালিউডের বেশ কয়েকটি সিনেমা জায়গা করে নিয়েছে। উৎসবে দেখা যাবে তনুশ্রী দাস আর সৌম্যনন্দ সাহির ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের সিনেমা ‘পুরাতন’ এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’।

এ ছাড়া উৎসব কর্তৃপক্ষ উদযাপন করছে ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে উৎসবে প্রদর্শন হবে ঋত্বিক ঘটকের দুটি রিস্টোর করা সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ এবং ‘মেঘে ঢাকা তারা’।

জে.এস/

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন