শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দুই দেশে মাসব্যাপী উদযাপিত হয় এই অভিনেত্রীর জন্মদিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির আকর্ষণীয় রূপ ও অভিনয় নৈপুণ্য দেখিয়ে অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। নিজ দেশের গণ্ডি পেরিয়ে তিনি বিশ্ব তারকায় পরিণত হতে যাচ্ছেন। বিশেষ করে উপমহাদেশের দেশগুলোতে তার অভিনীত ধারাবাহিক নাটকগুলো ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। তার অভিনীত ‘মেরে হামসফর’, ‘আনা’, ‘দিলরুবা’সহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বাংলাদেশে দর্শকপ্রিয়তা পেয়েছে।

১২ই ফেব্রুয়ারি পাক অভিনেত্রী হানিয়া আমিরের জন্মদিন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এ অভিনেত্রীর জন্মদিন মাসজুড়ে নানান আয়োজনে পালন করা হয়। আরও অবাক করা ব্যাপার হচ্ছে পাকিস্তান ও যুক্তরাজ্যে এ অভিনেত্রীর জন্মদিন পালন করা হয়। ফেব্রুয়ারি মাসটি শুরু হলেই ভিন্ন ভিন্ন আয়োজনে পালন করা হয় তার জন্মদিন। হানিয়া আমির নিজেও এ আয়োজনে অংশ নেন।

১৭ই ফেব্রুয়ারি পাকিস্তানের একটি রেস্তোরাঁয় বসে জন্মদিনের কেক কেটেছেন তিনি। এ সময়ের ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রামে প্রকাশ করেন। এতে তাকে লাল পোশাকে দেখা গেছে। যেখানে বসে কেক কেটেছেন সেই স্থানটি লাল রঙের আবহে সাজানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কেক কাটার সময় দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

জন্মদিনের অনুষ্ঠান পালনের জন্য হানিয়া আমির যুক্তরাজ্যেও উড়াল দেন। সেখানে তার অনুরাগীদের সঙ্গে কেক কাটেন। সবার সঙ্গে ছবি তোলেন। সেই সঙ্গে নিজের পছন্দ মতো সে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সেই সব মুহূর্তের ছবি এবং ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

আরও পড়ুন: যে কারণে ভেঙে যায় রানি-ঐশ্বরিয়ার বন্ধুত্ব

ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারার কারণে তরুণ দর্শকের হৃদয় জয় করেছেন পাকিস্তানি বিনোদন জগতে অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। প্রতি পর্বের জন্য তিনি ৩ থেকে ৪ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। হানিয়া ‘আনা’, ‘মুঝে পেয়ার হুয়া থা’ এবং ‘ইশকিয়ট’-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নজরকাড়া হাসির জন্য বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত।

বাংলাদেশেও হানিয়ার অনেক অনুরাগী রয়েছে। বাংলাদেশের শিশুশিল্পী সিমরিন লুবাবার কারণেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এ অভিনেত্রী সম্প্রতি ভাইরাল হয়েছিলেন। কারণ হানিয়া আমির দেখতে নাকি অনেকটা লুবাবার মতো।

এসি/ আই.কে.জে

মাসব্যাপী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন