বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন— পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় রিয়াল মাদ্রিদের কোচের পদ হারাতে পারেন জাবি আলোনসো। এবার তা সত্যি হলো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরদিন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার অধ্যায়ের অবসান ঘটল। নতুন কোচ নিয়োগের ঘোষণা দিতেও একদমই সময় নিল না রিয়াল। আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দিল তারা।
গতকাল সোমবার (১২ই জানুয়ারি) রাতে পরপর দুটি বিবৃতিতে বিষয়গুলো নিশ্চিত করেছে স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটি। প্রথমটিতে বলা হয়েছে, 'রিয়াল মাদ্রিদ ঘোষণা দিচ্ছে যে, ক্লাব ও জাবি আলোনসোর মধ্যকার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মূল দলের কোচ হিসেবে তার মেয়াদের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
সেখানে যোগ করা হয়েছে, 'আলোনসো সর্বদা সকল মাদ্রিদিস্তার (রিয়ালের সমর্থকদের) ভালোবাসা ও শ্রদ্ধা বহন করবেন। কারণ তিনি রিয়ালের একজন কিংবদন্তি এবং সব সময় আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল সব সময় তার আপন ঘর হয়ে থাকবে। আমরা আলোনসো ও তার সকল কোচিং স্টাফকে এই পুরো সময়ে তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তাদের জীবনের এই নতুন পর্যায়ে শুভকামনা জানাচ্ছি।'
অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর গত বছরের জুনে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ছেড়ে রিয়ালের দায়িত্ব নেন ক্লাবটির সাবেক খেলোয়াড় আলোনসো। তবে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় আট মাসও টিকতে পারলেন না। তার অধীনে ৩৪টি ম্যাচ খেলে ২৪টিতে জিতেছে লস ব্লাঙ্কোরা। তারা হেরেছে ছয়টিতে। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।
নতুন কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে রিয়ালের আরেক সাবেক ফুটবলার আরবেলোয়াকে। এতদিন তিনি ক্লাবটির 'বি' দলের দায়িত্ব পালন করছিলেন। পরের বিবৃতিতে বলা হয়েছে, 'রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে, আলভারো আরবেলোয়া হবেন মূল দলের নতুন কোচ।'
জে.এস/
খবরটি শেয়ার করুন