ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চার দিনের সফরে চীনে যাচ্ছন। সেখানে তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। রাশিয়ার গণমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।
ক্রেমলিনপন্থী ভাষ্যকার পাভেল জারুবিন এ তথ্য রাশিয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুতিনের সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হবে, তা প্রকাশ করা হয়নি।
জারুবিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানায়, ‘ভ্লাদিমির পুতিন চীনে চার দিনের সফরে যাবেন। রাশিয়ান এবং চীনা প্রতিনিধিদের মধ্যে বড়-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।’
ইউক্রেনের সংবাদ সংস্থা ‘আরবিসি-ইউক্রেইন’ জানায়, চীন সফরকালে পুতিন তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। ৩১শে অগাস্ট থেকে ১লা সেপ্টেম্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন এর আগে জানিয়েছিলেন, এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ২০টিরও বেশি দেশ থেকে সরকারি প্রতিনিধিদল এবং ১০টি আন্তর্জাতিক সংগঠন থেকে প্রতিনিধিরা যোগ দেবেন।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি’র খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট বিদেশি নেতা এবং আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাজধানী বেইজিংয়ের সঙ্গে তিয়ানজিনকে সংযুক্তকারী হাই নদীর তীরে।
জে.এস/
খবরটি শেয়ার করুন